খেলার খবর

ফাইনালে টস জয় বরিশালের, আগে ব্যাটিংয়ে কুমিল্লা

ডেস্ক রিপোর্ট: প্রায় দেড় মাসব্যাপী চলা দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ, বিপিএলের পর্দা নামতে যাচ্ছে আজ (শুক্রবার)। আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলটির সামনে একাধিক কীর্তি হাতছানি। হ্যাটট্রিক শিরোপাসহ মোট পাঁচটি শিরোপার। 

এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে সেই রংপুরকে হারিয়েই ফাইনালের আরেক দল ফরচুন বরিশাল। এর আগে একবারও শিরোপা জয়ের স্বাদ নেওয়া হয়নি বাংলার ভেনিসের দলটির। এবার তাই দেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাত ধরে সেই স্বপ্নই বুনছে বরিশাল। 

ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা, ফের ঢাকা থেকে চট্টগ্রাম এবং শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে ফাইনাল মিরপুর হোম অব ক্রিকেটে। সেখানে ফাইনাল ম্যাচে টসে জিতেছে ফরচুন বরিশাল। সেখানে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে তারা। 

বরিশাল একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জেমস ফুলার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম।

কুমিল্লা একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, তাওহিদ হৃদয়, জাকের আলী, জনসন চার্লস, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রোহানাত দৌলা বর্ষণ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *