আন্তর্জাতিক

‘গাজা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র দায়ী, ইসরায়েল হাতিয়ার মাত্র’

ডেস্ক রিপোর্ট: হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ শুক্রবার (৩ নভেম্বর) বলেছেন, তার ইরান সমর্থিত গ্রুপ মার্কিন যুদ্ধ জাহাজকে ভয় পায় না।

গত মাসে হামাস যোদ্ধা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম বক্তৃতায় লেবাননের শক্তিশালী শিয়া আন্দোলনের প্রধান নাসরুল্লাহ বলেন, ‘গাজা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র দায়ী এবং ওয়াশিংটন চাইলেই ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা বন্ধ করে আঞ্চলিক সংঘর্ষ রোধ করতে পারে।’

এনডিটিভি জানিয়েছে নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে ওই সংঘর্ষকে ‘নির্ধারক’ বলে অভিহিত করে বলেন, ‘গাজা এবং এর জনগণের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে দায়ী এবং ইসরায়েল কেবল মৃত্যুদণ্ড কার্যকর করার একটি হাতিয়ার মাত্র।’

তিনি আরও বলেন, ‘সবাই একটি আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে চায় এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই গাজার উপর আগ্রাসন বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং আগ্রাসন অবসানে বাধা দেয়।’

হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বৈরুতের দক্ষিণ শহরতলীতে একটি অনুষ্ঠানের অংশ হিসাবে সম্প্রচারিত বক্তৃতার সময় নাসরুল্লাহ লেবানন আক্রমণের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে বলেন, ‘আমাদের লেবাননের ফ্রন্টে সব বিকল্প প্রস্তুত আছে।’

নাসরাল্লাহ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, ‘ভূমধ্যসাগরে আপনার নৌবহর আমাদের ভীতি প্রদর্শন করেনা। আপনি যে নৌবহরের মাধ্যমে আমাদের হুমকি দিচ্ছেন, আমরা তার মোকাবিলা করতে প্রস্তুত।’

এদিকে আন্তঃসীমান্ত সংঘর্ষে লেবাননের ৭২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ৫৪ জন হিজবুল্লাহ যোদ্ধা বলে জানা গেছে।

অন্যদিকে, ইসরায়েলের অন্তত ছয় সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে তেল-আবিব।

নাসরুল্লাহ বলেছেন, তার দল ৮ অক্টোবর যুদ্ধে প্রবেশ করেছে। তিনি বলেন, ‘আমরা সেই শত্রুদের উদ্দেশ্য করে বলছি যারা লেবাননে আক্রমণ করার কথা ভাবে, এটি হবে তাওদে অস্তিত্বের জন্য সবচেয়ে বড় বোকামি।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *