খেলার খবর

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা জানালেন তামিম

ডেস্ক রিপোর্ট:  

গেল বছর জুলাইয়ের শুরুর দিকে ঘরের মাঠে আফগান সিরিজ চলাকালীন ফিটনেস বিতর্ক ঘিরে হঠাতই অবসরের ঘোষণা দেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একদিন পরই অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি। তবে সেখান থেকে লাল-সবুজের জার্সিতে খুব একটা দেখা যায়নি তাকে। সবশেষ ২০২৩ বিশ্বকাপের আগে ২৩ সেপ্টেম্বর প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলেছিলেন তামিম। এর প্রায় পাঁচ মাস পর বিপিএল দিয়ে ফেরেন মাঠের খেলায়। 

ফিরেই ব্যাট হাতে দেখালেন বাজিমাত। করলেন আসরের সর্বোচ্চ ৪৯২ রান, একইসঙ্গে জিতলেন টুর্নামেন্ট সেরার খেতাবও। এদিকে তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরল ফরচুন বরিশাল। এতকিছুর ভিড়েও অনেকের নজর ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে তামিমের লক্ষ্যর দিকে। কেননা এই বিপিএল শেষেই আন্তর্জাতিক অঙ্গন নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। 

তারই সূত্র ধরে গতকাল শিরোপা জয়ের ম্যাচের পর এসব নিয়ে তামিম কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। সেখানে শুরুতে বোর্ডের নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে জাতীয় দলে ফেরা নিয়ে কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য অ্যাভেইলএবল ছিলাম। তবে দুর্ভাগ্যবশত সম্ভবত…আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’

এতে শুরুতে স্বাভাবিক কিছুর সুর মিললেও পরে কিছু বিষয় সমাধানের পরই জাতীয় দলে ফেরার কথা জানান তামিম। ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই। আমার জন্য ফিরে আসতে হলে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন এক স্টেজে আছি, হয়তো দুই বছর খেলব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে। এখনো যেহেতু উনাদের (নির্বাচক) সঙ্গে ফাইনাল কথা হয়নি। তাই এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না।’

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *