আন্তর্জাতিক

চরমোনাইয়ের তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

ডেস্ক রিপোর্ট: আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩দিনব্যাপী ফাল্গুনের মাহফিল। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি)বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। তিন দিন শেষে শনিবার (২ মার্চ) সাড়ে ৯ টা সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লীদের এ মিলনমেলা।

আখেরী বয়ানের পর পীর সাহেব চরমোনাইয়ের জনগণের বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হবার বিভিন্ন পরামর্শ প্রদান করেন। 

আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

উল্লেখ্য, চরমোনাই মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা যায়, চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্য হতে ২৮ ফেব্রুয়ারী সকালে মুন্সিগঞ্জের মো. আজমত শেখ, একই দিন রাত  মুন্সিগঞ্জের মো. হাশেম রাড়ী, ২৯ ফেব্রুয়ারী দুপুরে  পটুয়াখালীর সুলতান প্যাদা, ১ লা মার্চ রাত খুলনার মো. আনোয়ার হোসেন, একই রাতে মুন্সিগঞ্জের শামসুল হক কাজী মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ জানাজা শেষে নিজ নিজ এলাকায় পাঠানো  হয়।

চরমেনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এ বছর প্রায় দুই হাজারেরও বেশি মুসল্লীকে চিকিৎসাসেবা দেয়া হয়।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *