খেলার খবর

ফুটবলে কোনো ‘ব্লু কার্ড’ থাকবে না, জানালেন ইনফান্তিনো

ডেস্ক রিপোর্ট: ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফুটবলে তথাকথিত ‘নীল কার্ড’- ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নীতিমালার বিরুদ্ধে। এমনকি সাধারণ জনগণ এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মাতামাতি ও আলোচনা না করলে তিনি এই সম্পর্কে জানতেনও না।

ফুটবলের বিধি প্রণয়নকারী সংস্থা থেকে জানা যায়, রেফারি ‘নীল কার্ড’ দেখালে ১০ মিনিটের জন্য খেলোয়াড়দের মাঠের বাইরে থাকতে হবে। শুক্রবার আইএফএবি এর সভায় স্কটল্যান্ডের লোচ লোমন্ডে সাংবাদিকদের বলেছেন, ‘কোনো নীল কার্ড ব্যবহার করা হবে না। এটি এমন একটি বিষয় যা আমাদের জন্য অস্তিত্ব ও গুরুত্বহীন।‘

ফিফার সভাপতি ইনফান্তিনো জানান, ‘ফিফা নীল কার্ডের সম্পূর্ণ বিরোধী। আমি এই বিষয় সম্পর্কে সচেতন ছিলাম না। আইএফএবিতে এ নিয়ে ফিফার একটি বক্তব্য আছে। ফুটবল খেলার ঐতিহ্য রক্ষা করতে হবে। এখানে কোনো নীল কার্ড নেই।‘

এছাড়া আইএফবিএ-র সভায় রেফারিদের জামায় ক্যামেরা বসানো নিয়েও আলোচনা হয়েছে। এতে রেফারির আশেপাশে যা ঘটবে সবকিছুই ধারণ করা হবে। মাঠে সময় নষ্ট করা, ভিএআরের পরিবর্তনসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এ বৈঠকে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *