খেলার খবর

হাথুরুতেই বিশ্বাস রাখতে বলছেন সুজন

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের সাত ম্যাচ শেষে মোটে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। এই অবস্থায় শঙ্কা জেগেছে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন নিয়ে। কেননা, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে সেরা আটের মধ্যে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে বাংলাদেশকে। যা এরইমধ্যে বেশ কঠিন করে ফেলেছে বাংলাদেশ।

দলের এই ভরাডুবির পর বিশ্বকাপ শেষে প্রধান কোচ হাথুরুহিংসেকে অব্যাহতি দেবে কিনা বিসিবি; জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে। তিনি অবশ্য তার ওপরই বিশ্বাস রাখতে বলছেন।

কোচ পরিবর্তন ইস্যুতে সুজন বলেন, ‘বিশ্বকাপ এখনও শেষ হয়নি। আমি যদি এখনই এসব নিয়ে কথা বলি তাহলে দলের প্রতি ভালো মেসেজ যাবে না। কারণ, এখনও হাথুরু আমাদের কোচ হিসেবে আছেন। সামনে আরও দুটি ম্যাচ আছে। আমাদের তার ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বকাপের পর বিসিবি যে কোনো সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। আমাদের চিন্তা করা উচিত। আমরা এই বিশ্বকাপে কিছু করতে পারিনি। বিসিবিপ্রধান এখানে এসেছিলেন, তিনিও হয়ত আলোচনা করেছেন নানা বিষয় নিয়ে। উনার একটা মতামত তো অবশ্যই আছে। তবে, এখন টুর্নামেন্ট চলাকালীন এসব না বললেই ভালো।’

বিশ্বকাপের বাকি দুই ম্যাচ নিয়ে সুজন বলেন, ‘সব রেখে এখন সামনের দুটি ম্যাচ জিততেই চাই আমরা। শ্রীলঙ্কার বিপক্ষে আমি জিততেই চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিততে চাই। জানি অনেক কঠিন তবুও আমরা জিততেই চাই। কোচদের কথা বাদ দিলাম, খেলোয়াড়রা এত বছর কী খেলেছে সেটা দেখানো উচিত ওদের।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *