খেলার খবর

ডাচদের বিদায় করে সেমির পথে আফগানরা

ডেস্ক রিপোর্ট: সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে বোলিংয়েই কাজটা সহজ করে রেখেছিল আফগানিস্তান। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসকে বেধে ফেলেছিল মাত্র ১৭৯ রানে। পরে ব্যাট হাতে বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে করেছেন আফগান ব্যাটাররা। ১১১ বল ও ৭ উইকেট হাতে রেখে পাওয়া এ জয়ে সেমির পথে এগিয়ে যাওয়ার সঙ্গে রানরেটটাও বাড়িয়ে নিয়েছে আফগানরা।

এ জয়ে সাত ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে এখন আফগানরা। হাতে বাকি আরও দুই ম্যাচ। অন্যদিকে এ হারে বিশ্বকাপে সেমির রেস থেকে ছিটকে গিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের এই হারে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। কেননা, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে শেষ আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

লক্ষ্ণৌয়ে ডাচদের ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত ১০ রানেই ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও। তবে দলকে জয়ের পথে রেখেছিলেন রাহমত শাহ ও অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি। তৃতীয় উইকেটে জুটিতে দু’জন মিলে স্কোরবোর্ডে জমা করেন ৭৪ রান।

এরপর ৫২ রানে রাহমত শাহ ফিরলেও জয় পেতে কষ্ট হয়নি আফগানদের। জয়ের পথে ৫৬ রান আসে অধিনায়ক শাহিদির ব্যাট থেকে। আজমতউল্লাহ ওমারজাই খেলেন ৩১ রানের ইনিংস।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খুয়ায় নেদারল্যান্ডস। তবে দলকে নির্ভার রেখেছিলেন ম্যাক্স ও’ডাউড (৪২) ও কলিন অ্যাকারম্যান (২৯)। দু’জনের সাবলীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামালে নেয় ডাচরা। তবে মিডল ওভারে খেই হারায় দলটি। বুদ্ধিদীপ্ত উইকেটকিপিংয়ে ডাচদের চার ব্যাটারকে রান আউটের ফাঁদে ফেলেন ইকরাম আলীখিল। সঙ্গে নেন তিন ক্যাচ। পরে শেষ দিকে এঙ্গেলব্রেখটের ৫৮ রানের ইনিংসে আফগানদের ১৮০ রানের টার্গেট ছুড়ে ডাচরা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *