বিনোদন

`ইত্যাদি’ দিয়ে গায়িকা ফারিণের অভিষেক

ডেস্ক রিপোর্টঃ ছোটবেলা থেকেই গান করতেন এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তৃতীয় শ্রেণি থেকে কলেজে পড়া পর্যন্ত নজরুলসংগীত শিখেছেন। কোনো একদিন গান করা হবে, ভাবনায় ছিল তার। সেই স্বপ্নের কথা প্রায় চার-পাঁচ বছর আগে একটি নাটকের শুটিংয়ে তাহসানের কাছে বলেছিলেন  ফারিণ। এরপর খালি গলায় ফারিণের কিছু গান শোনার সুযোগ হয় তাহসানের।

একদিন পিয়ানোর তালে ফারিণের কণ্ঠে গান শুনে অবাক হন তাহসান। তখন থেকেই ইচ্ছা ছিল, সময়-সুযোগ হলে ফারিণের সঙ্গে একটি গান করবেন তিনি। তাহসান বলেন, ‘এবার সেই সুযোগ হয়ে গেল। হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন দিয়ে বললেন, ‘‘ইত্যাদি”র জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন ফারিণের কথা বললাম দাদাকে। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়।’

সম্প্রতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে তাহসানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ। ২ মার্চ গানটির ভিডিও ধারণ হয়েছে। সেই শুটিংয়ে অংশ নেয়ার আগে ফারিণ গ্রহণ করেন বাইফা অ্যাওয়ার্ডস। তিনি ওটিটিতে সেরা অভিনেত্রী (জুরি) পুরস্কার পেয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লার হাত থেকে। গানের সঙ্গে সম্পর্ক থাকায় রুনা লায়লা এই অভিনেত্রীর কাছে অত্যন্ত স্পেশাল। সে কথা তিনি মঞ্চে বলেও গেছেন।

তাহসান ও ফারিণ

কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ফারিণ বলেন, ‘নানা সময়ে, নানা অনুষ্ঠানে অনুরোধে গানের অংশ বিশেষ গাওয়া হয়েছে। সেসব গান শুনে অনেকেই গান করার অনুরোধ করে আসছিলেন। হঠাৎ করেই হানিফ সংকেত দাদার কাছে থেকে এই গানের জন্য প্রস্তাব আসে। গানটির ডেমো শুনে পছন্দ হয়। তা ছাড়া গান গাওয়ার ব্যাপারে বকুল ভাই ও তাহসান ভাই আগে থেকেই উৎসাহ দিয়ে আসছিলেন। তবে এমন হুট করেই গান গাইব, ভাবিনি।’

তাহসানের সঙ্গে গানটি গাওয়া তার জন্য অন্য রকম অনুভূতির। অনেক আগে থেকেই এই গায়কের গানের ভক্ত তিনি। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘প্রথম গান করলাম। তা-ও আবার তাহসান ভাইয়ের সঙ্গে। গানটির সঙ্গে সব প্রিয় মানুষ জড়িত। তাহসান ভাই তো আছেনই। গানটির গীতিকার বকুল ভাই, সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। প্রথম গানটিই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’

এই শাড়িতেই ইত্যাদিতে দেখা যাবে ফারিণকে

কেমন হলো গানটি, জানতে চাইলে ফারিণ বলেন, ‘ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে, ভিন্ন ধরনের গান হয়েছে। এটি উৎসবের গান। ফিল-গুড টাইপ। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে এটি।’

এরই মধ্যে একটি বিজ্ঞাপনেও জিঙ্গেল করেছেন এই অভিনেত্রী। এখন থেকে মাঝেমধ্যে জিঙ্গেল, অডিও গান করার ইচ্ছার কথা জানালেন ফারিণ। বলেন, ‘গানটি করার পরপরই জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। গান গাওয়ার ব্যাপারটি ভালোই লাগছে। ভবিষ্যতে আরও জিঙ্গেল কিংবা গান করার সাহস পাচ্ছি।’
গানটি নিয়ে তাহসান আরও বলেন, ‘এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। রেকর্ডিংয়ের সময় আমার স্কেলেই ধরেছিলাম। কিন্তু ফারিণের জন্য একটু কষ্টই হচ্ছিল। পরে একটু নিচু স্কেলে গানটি করেছি। ফারিণ যে এত ভালো গাইবে, বুঝিনি। আমার বিশ্বাস, আগামী ঈদে গানটি নিয়ে আলোচনা হবে।’

বাইফা অ্যাওয়ার্ডস গ্রহণ করছেন ফারিণ

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে কাজ আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’ মুক্তির পর প্রশংসিত হয়েছেন ফারিণ। এখন তিনি আলোচনায় চরকিতের মুক্তি পাওয়া শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র জন্য। সিনেমাটি প্রীতম-ফারিণ জুটিকে দারুণ পছন্দ করেছেন দর্শকেরা।

তাহসান ও ফারিণের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি আগামী ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় ‘ইত্যাদি’তে প্রচারিত হওয়ার কথা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *