চমনের ক্রুজ লাইন শোতে বিবি, সারা ও মেহজাবীন
ডেস্ক রিপোর্ট: একটু পরেই র্যাম্পের মঞ্চ আলোকিত করবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের তিন প্রখ্যাত নারী তারকা। তারা হলেন ফ্যাশন আইকন বিবি রাসেল, প্রখ্যাত নাট্যজন সারা যাকের এবং বর্তমান সময়ে ছোটপর্দার সুপারস্টার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়াও র্যাম্পে হাটবেন দেশের বিজ্ঞাপন জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং নারী উদ্যোক্তা গীতিয়ারা সাফিয়া চৌধুরী। সংগীত পরিবেশন করবেন তরুণ প্রজন্মের মেধাবী শিল্পী স্বপ্নিল সজীব।
এই চার নারীকে র্যাম্পের মঞ্চে নিয়ে আসছেন আন্তর্জাতিকভাবে খ্যাতি পাওয়া ফ্যাশন ডিজাইনার চমন চৌধুরী।
যারা তাকে চেনেন, তারা জানেন এই মেধাবী ডিজাইনার বাংলাদেশের জাতীয় সম্পদ, সোনালী আঁশখ্যাত পাট দিয়ে পোশাক ডিজাইন করেন। তিনি এবার পিওর পাটের পোশাকের পাশাপাশি তার ডিজাইনে পাটের সঙ্গে যুক্ত করেছেন জামদানি, কাতান। শাড়ির ব্লাউজের কাটিং প্যাটার্ণে বৈচিত্র্য এনেছেন, যা ফিউশন পোশাকের স্বাদ দেয়। ছেলেদের জন্য পাট দিয়ে দিব্যি তৈরী করে ফেলেছেন ব্লেজার ও হুডির মতো ট্রেন্ডি পোশাক।
Caption
বার্তা২৪.কমকে চমন চৌধুরী বলেন, ‘সামনে ঈদ এবং চলমান বসন্ত ঋতুর কথা ভেবে এবারের এই সলো ফ্যাশন শোটি করছি। আশা করছি সবার মন জয় করবে আমার নতুন কালেকশনগুলো।’
তিনি আরও বলেন, ‘সবসময় ডিজাইনে বৈচিত্র্য আনা বেশ কঠিন। কারন আমি শুধুই পাটকে প্রমোট করতে চাই। তারপরও নিরলস চেষ্টা করি নতুনত্ব আনতে। এবার অনেকগুলো নতুন ডিজাইন করেছি। তারমধ্যে বেশকিছু এই শোতে প্রেজেন্ট করেছি। অনেকেই আমাকে আলাদাভাবে বলেছেন যে আমার ডিজাইন তাদের ভালো লেগেছে। সামনে আরও অনেক নতুন কালেকশন আসবে। সেগুলো নিয়ে একটি একক শো করব। আশাকরি সেগুলোও সবার মন জয় করবে।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।