আন্তর্জাতিক

জাকের আলির তাণ্ডবের পরও বাংলাদেশের হার

ডেস্ক রিপোর্ট: আলিস আল ইসলামের বদলি হিসেবে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছিলেন জাকের আলি। বিপিএলে পাওয়ার হিটিং দিয়ে সমর্থকদের মন জয় করেছিলেন। এবার দেশের জার্সিতে পরীক্ষা দেয়ার পালা। সে পরীক্ষায় জাকের আলি উতরে গেছেন জাকের আলি। তবে তার অবিশ্বাস্য ব্যাটিং কারিশমার পরও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় অধরা রইল বাংলাদেশের। শ্রীলঙ্কার দেয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ থামল ২০৩ রানে। ৩ রানের হারে শুরু হল বাংলাদেশের সিরিজ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ওপেনার কুশল মেন্ডিসের ৫৬ এবং চারে নামা সাদিরা সামারাবিক্রমার ৬১* রানের সঙ্গে শেষদিকে অধিনায়ক চারিথ আসালাঙ্কার ২১ বলে ৪৪* রানের বিস্ফোরক ২০৬ রানের বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

খরুচে বোলিংয়ের বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান পেসারদ্বয় শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফেরেন লিটন দাস। সৌম্য সরকার এবং তাওহিদ হৃদয়ও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। পাওয়ার প্লে’র মধ্যে ৩০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

২০৬ রানের লক্ষ্য এমনিতেই স্নায়ুচাপের জন্য যথেষ্ট। এর মধ্য এত অল্প রানে তিন ব্যাটারকে খুইয়ে বিপদ বাড়ায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ-নাজমুল হোসেন শান্তর জুটিতে কিছুটা স্বস্তি পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে মাথিশা মাথিরানার বল তুলে মারতে গিয়ে স্কয়ার লেগে থাকা ম্যাথুসে হাতে শান্ত (২০) ধরা পড়লে ৩৮ রানেই থামে তাদের জুটি।

তবে মাহমুদউল্লাহ দমে যাওয়ার পাত্র নন। মারকাটারি ব্যাটিংয়ে ২৭ বলে তুলে নেন ফিফটি। এমন ব্যাটিংয়ে ১১তম ওভারে খেই হারান লঙ্কান পেসার পাথিরানা। নো বল আর ওয়াইডের পসরা সাজিয়ে এই ওভারে গুনে গুনে ১১ বল করেন পাথিরানা।

বড় রান তাড়ায় দম ফেলার ফুরসত নেই। মাহমুদউল্লাহও তাই ফিফটির পর ‘নেক্সট গিয়ার’-এ যেতে চেয়েছিলেন। তবে মহিশ থিকশানার বল তুলে মারতে গিয়ে লং অনে আভিশকা ফার্নান্দোর ক্যাচ হলে বাংলাদেশের জয়ের আশাও ফিকে হয়ে আসে।

তবে জাকের আলি তা মানতে নারাজ! ২৫ বলে ৬ ছক্কায় অবিশ্বাস্য এক ফিফটি বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখেন। অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখান। তার নৈপুণ্যে শেষ ওভার পর্যন্ত ম্যাচে টিকেছিল বাংলাদেশ। তবে ৩৪ বলে ৪ চার এবং ৬ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে থামতে হয় তাকে। দাসুন শানাকার করা শেষ ওভারের তৃতীয় বলে লং অনে অফে আসালাঙ্কার ক্যাচ হন জাকের আলি।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০৩ রানে থামতে হয় বাংলাদেশকে। তীরে এসে তরী ডোবার অনন্ত আক্ষেপে পোড়ে নাজমুল হোসেন শান্তর দল।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *