বিশ্বকাপ শেষ পান্ডিয়ার
ডেস্ক রিপোর্ট: এ যেন এক চোটাক্রান্ত বিশ্বকাপ। আসর শুরুর আগে থেকেই দলগুলোর অনেক খেলোয়াড়রা ভুগেছেন চোটে। যা চলমান বিশ্বকাপ মাঝেও। কিউইদের সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোটে পড়েন তাদের গুরুত্বপূর্ণ পেসার ম্যাট হেনরি। চোট গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। সেই দলে এবার নাম লেখাল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ব্যাটসম্যানের এক স্ট্রেইট ড্রাইভ আটকাতে দিয়ে পায়ের গোড়ালিতে চোট পান ভারতের এই সহ-অধিনায়ক। আশা করা হচ্ছিল কয়েক ম্যাচ বাদেই সুস্থ হয়ে ফিরবেন তিনি। তবে শেষ পর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় বিশ্বকাপে ভারতের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না হার্দিক।
বিস্তারিত আসছে…
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।