আন্তর্জাতিক

ইউক্রেনের ব্যাপারে মিত্রদের কাপুরুষ না হওয়ার আহ্বান মাখোঁর

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার (৫ মার্চ) জোর দিয়ে বলেছেন, ‘ইউক্রেনের মিত্রদের এগিয়ে যাওয়ার সময় এসেছে, এখন কাপুরুষ হওয়ার সময় নয়।’

মাখোঁ প্রাগে বসবাসরত ফরাসি প্রবাসীদের বলেছেন, ‘আমরা অবশ্যই আমাদের ইউরোপে এমন একটি মুহুর্তের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে কাপুরুষের মতো আচরণের কোনও সুযোগ নেই।’

২৬ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর প্যারিসভিত্তিক একটি সম্মেলনে ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানোর ধারণা নিয়ে খোলাখুলি আলোচনা করার পর অনেক পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন মাখোঁ।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রসঙ্গে মাখোঁ মঙ্গলবার বলেন, ‘ফ্রান্স এবং চেক প্রজাতন্ত্র ভালোভাবে জানে যে, আমাদের মাটিতে (ইউরোপে) যুদ্ধ ফিরে এসেছে, কিছু শক্তি যারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এবং তারা প্রতিদিন তাদের আক্রমণের হুমকি বাড়িয়ে চলেছে। আমাদেরকে ইতিহাস তৈরির জন্য সাহস নিয়ে এগিয়ে চলতে হবে।’

উল্লেখ্য, ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার জন্য পশ্চিমা নেতাদের একটি বৈঠকের আয়োজন করার পর মাখোঁর ২৬ ফেব্রুয়ারি করা মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল।

প্রাগ সফরের সময় মাখোঁ গত মাসে ইউক্রেনে প্রেরণের জন্য তৃতীয় দেশ থেকে কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ দ্রুত ক্রয়ের জন্য অর্থায়নের জন্য কানাডা, ডেনমার্ক এবং অন্যান্যদের দ্বারা সমর্থিত চেক প্রজাতন্ত্রের দ্বারা ঘোষিত পরিকল্পনার সমর্থন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *