খেলার খবর

চলছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

ডেস্ক রিপোর্ট: ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল-২০২৪’ মঙ্গলবার প্রথম দিনের খেলায় জয় পেয়েছে দৈনিক যুগান্তর, দৈনিক কালবেলা, বাংলা নিউজ ২৪, বিটিভি, দীপ্ত টেলিভিশন, যমুনা টেলিভিশন এবং চ্যানেল আই। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিগত বছরগুলোর ন্যায় এবারও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আয়োজিত হচ্ছে। এবারও ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করছে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য শেখ আশরাফ আলী, স্পন্সর স্কয়ার টয়লেট্রিজের লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ।

প্রথম দিনের খেলায় সবচেয়ে বড় জয় পেয়েছে যমুনা টেলিভিশন। ৭-১ গোলে হারিয়েছে ঢাকা পোস্টকে। বিজয়ী দলের বুলেট ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। চ্যানেল আই ৩-১ গোলে হারিয়েছে জিটিভিকে। ২ গোল করে ম্যাচ সেরা হন মিলন মল্লিক। দীপ্ত টেলিভিশন ১-০ গোলে হারিয়েছে মাছরাঙা টেলিভিশনকে। ম্যান অব দ্য ম্যান হন আনোয়ার হোসেন। 

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)ও বাংলা ট্রিবিউনের ম্যাচে দারুণ উত্তেজনা ছড়ায়। দুই দলের ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে বাংলাদেশ টেলিভিশন( বিটিভি) ম্যাচ জিতে নেয় ৪-১ গোলে। মেহেদী হাসান ম্যাচ সেরা নির্বাচিত হন। দৈনিক কালবেলা ৩-০ গোলে হারায় নিউজ ২৪ চ্যানেলকে। জোড়া গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন রুহুল আমিন। 

বাংলা নিউজ ২৪ তামিম হাসানের একমাত্র গোলে হারিয়েছে এসএ টেলিভিশনকে। দৈনিক যুগান্তর মাঝহারুল ইসলামের একমাত্র গোলে দৈনিক জনকণ্ঠকে পরাজিত করে। এছাড়া আরটিভি ওয়াকওভার পেয়েছে বাংলাদেশ প্রতিদিনের বিপক্ষে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *