আন্তর্জাতিক

গাজায় মুখ থুবড়ে পড়েছে মানবতা, অনাহারে ২০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: হামাস-ইসরায়েলের যুদ্ধ এখনো চলমান। এর মধ্যে ফিলিস্তিনের গাজা শহরে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ফলে অপুষ্টি এবং পানিশূন্যতার কারণে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু সংখ্যা।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, অপুষ্টি এবং পানিশূন্যতার কারণে আরও ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। এ অঞ্চলে আরও সাহায্যের অনুমতি দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য কর্মকর্তারা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, হাসপাতালে যাওয়ার আগেই অনেকেই অনাহারে নীরবে মারা যাচ্ছেন।

এদিকে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান দেশটির। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ হাজার ৭১৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭২ হাজার ১৫৬ নাগরিক।অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ জনে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *