খেলার খবর

সহজ জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে সিটি 

ডেস্ক রিপোর্ট: আগের লেগে ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের মাঠে ৩-১ গোলের জয়ে শক্ত অবস্থানেই ছিল ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে গতকাল রাতে (বুধবার) ইতিহাদেও কোপেনহেগেনকে অনায়াসেই হারিয়ে দিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আগের ম্যাচের ঠিক ৩-১ ব্যবধানেই এবারও জিতল পেপ গার্দিওলার দল। এতে ৬-২ ব্যবধানের সহজ সমীকরণে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগোল সিটিজেনরা। 

ম্যাচে ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে সফরকারীদের জালের উদ্দেশ্যে মোট ১২টি শট নেয় ম্যান সিটি, যেখানে লক্ষ্যে থাকা তিনটি শটের তিনটিতেই গোলের দেখা পায় তারা। 

ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আর্জেন্টিনার তরুণ তারকা হুলিয়ান আলভারেসের নেওয়া কর্নার-কিকে মানুয়েল আকানজির দারুণ এক ভলি খুঁজে নেয় জাল। সেখান থেকে মিনিট তিনেক পরে এবার নিজেই গোল করেন আলভারেস। 

প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল পায় সিটি। ৪৫+৩ মিনিটের সেই গোলটি করেন নরয়েজীয় তারকা আর্লিং হাল্যান্ড। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের ৩৭ ম্যাচে মোট ৪১টি গোল করলো সিটিজেনদের এই গোল-মেশিন। 

ম্যাচের ২৯তম মিনিটে একটি গোল শোধ করে কোপেনহেগেন। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *