খেলার খবর

৭ মার্চের মাধ্যমে আমাদের স্বাধীনতা শুরু হয়েছিলো: সাকিব

ডেস্ক রিপোর্ট: মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, আমার মনে হয় ৭ মার্চের এই দিনের মাধ্যমে আমাদের স্বাধীনতা শুরু হয়েছিলো। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পুরো বাঙ্গালি জাতি একত্রিত হয়ে যেভাবে যুদ্ধে নেমেছিলেন বিশ্বে আর কোথাও এটা ঘটেনি।

বৃহস্পতিবার (৭ মার্চ) মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাকিব আল হাসান বলেন, এই বক্তব্যে যে তাৎপর্য আছে সেই তাৎপর্যকে আমরা নিয়মিতভাবে তুলে ধরবো। বিশেষ করে প্রতিটি পাঠাগারে নিয়মিত আলোচনা করতে হবে। আমার মনে হয় তরুণ প্রজন্ম যারা আছে স্কুল-কলেজে পড়াশোনা করেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারবে

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কবির প্রমুখ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *