সারাদেশ

প্রশাসনে থাকা জিন-ভূতকে শায়েস্তা করতে হবে: ইনু

ডেস্ক রিপোর্ট: প্রশাসনে থাকা জিন-ভূতকে শায়েস্তা করতে হবে: ইনু

ছবি: বার্তা২৪.কম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট ভাঙতে হলে প্রশাসনের মধ্যে থাকা জিন-ভূতদের শায়েস্তা করতে হবে। ব্যবসায়ীদের সিন্ডিকেট যারা ভাঙবেন আমি মনে করি তাদের ভিতরেই জিন-ভূত আছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে প্রয়াত জাসদ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন রাংগার স্মরণ সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ প্রসঙ্গে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অর্থনৈতিক পরিচালনা কিছু ভুল ত্রুটি একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ব্যবসায়ীদেও কারসাজি এবং দুর্নীতি, এই দুইটা কারণে দ্রব্যমূল্যের বাজার উঠানামা করছে। আমি মনে করি এ দুটি কারণ আমাদের আয়ত্বের ভিতরে আছে, এখন সমাধান জরুরি। সুতরাং ব্যবসায়ীদের কারসাজি এবং সিন্ডিকেট ভাঙা হবে। অসৎ রাজনীতি অসৎ ব্যবসায়ী অসৎ আমলা এদের নিয়ে যে সিন্ডিকেট এই সিন্ডিকেট হচ্ছে দুর্নীতির মহাদানব।

তিনি আরও বলেন, খুচরা বাজারের সঙ্গে পাইকারি আড়তেও অভিযান চালানো দরকার। অভিযানে বড়দের গলায় গামছা দিয়ে হাজতে নিয়ে যান, বাজারটা নিয়ন্ত্রণে আসবে। যে অভিযান চলছে তার পাশাপাশি যেসব ভুলত্রুটি আছে তার সংশোধন করে সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে পদক্ষেপ নিলে বাজারে ১৫ দিনে একটা স্বস্তির ভাব ফিরে আসবে। শুধুমাত্র বাজারে অভিযান চালালেই সমস্যার সমাধান করতে পারবে না।

ইফতারে খেঁজুরের পরিবর্তে বড়ই খাওয়ার ব্যাপারে সরকারে থাকা এক মন্ত্রীর পরামর্শ নিয়ে হাসানুল হক ইনুকে বলেন, আমি তাদের বলতে চাই আপনি কোন বিষয়ে সমস্যার সমাধান দিবেন বিকল্প খাওয়ার প্রস্তাব দিবেন না। এটা হচ্ছে জনগণের সাথে ঠাট্টা মশকরা এবং জনগণের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া। সুতরাং সমাধান দিন, সমাধান না দিতে পারলে জিহ্বা সংযত রাখুন আবোল তাবোল বকবেন না।

স্মরণ সভায় রংপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক কুমারেশ রায়ের সঞ্চালনা ও ভারপ্রাপ্ত সভাপতি শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচক ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু, জাসদ উপদেষ্টা পরিষদের সদস্য ডা. একরামুল হোসেন স্বপন, ভাষাসৈনিক ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল প্রমুখ।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীসমাজ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের নারীসমাজ এগিয়ে যাবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গৃহকর্মে নারীর শ্রম ও অবদানকে জাতীয় অর্থনীতিতে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। দিবসটি উপলক্ষে তিনি বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হবে বিনিয়োগ’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে প্রতিটি কাজে নারী-পুরুষের সম-অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে নারী-পুরুষ সমতা অর্জন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিনিয়োগ এবং জেন্ডার-রেসপনসিভ অর্থায়নকে উৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের এগিয়ে নেওয়ার জন্য এবং ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতকরণ ও নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শুধুমাত্র চাকরি নির্ভর না হয়ে প্রতিটি নারী যেন নিজ নিজ ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারে এ লক্ষ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমসহ তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহকর্মে নারীর শ্রম ও অবদানকে জাতীয় অর্থনীতিতে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নারী আন্দোলনের ইতিহাসে দিবসটি এক গৌরবময় দিন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দীর্ঘ কর্মঘন্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারী আদায় করেছিল তার অধিকার। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারীত্ব।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসন ও ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭২ সালে ‘নারী পুনর্বাসন বোর্ড’ গঠন করেন। তিনি জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সমানাধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেন।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুর অকাল মৃত্যুরোধ, খর্বকায় শিশুর সংখ্যা হ্রাস করে শিশুর পুষ্টি চাহিদা পূরণ, মনোসামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশুর কল্যাণ ও কর্মজীবী নারীদের সুবিধার্থে তৈরি হয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্র। বাল্যবিবাহ, যৌতুক, মাদকসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয়েছে কিশোর-কিশোরী ক্লাব। জিসিএ প্রকল্পের মাধ্যমে দেশের উপকূলীয় এলাকায় নারীর জন্য জলবায়ু সহিষ্ণু বিকল্প জীবিকা এবং সুপেয় পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সেবা প্রত্যন্ত অঞ্চলের নারীদের হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য কাজ করছে ‘তথ্য আপা’ প্রকল্প। এ সবই সম্ভব হচ্ছে সরকারের নারী বিনিয়োগবান্ধব নীতি ও নারীবান্ধব বাজেট প্রণয়নের কারণে।

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের নারীসমাজ প্রত্যাশা করে তিনি বলেন, দেশের নারী-পুরুষ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলবো, ইনশাআল্লাহ ’৷

প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

;

চট্টগ্রামে এক রাতে তিন জায়গায় আগুন

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম নগরীতে মালবাহী রেলের দুইটি পরিত্যক্ত বগিতে ও ময়লার স্তূপে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১১টার কিছু আগে সদরঘাট থানার এসআরবি রেল স্টেশনে রাখা দুটি বগিতে আগুন লাগে। এর আধাঘণ্টা পর নগরীর আগ্রাবাদের সিডিএ এলাকায় ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত পৌনে ১২টার দিকে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বারেক বিল্ডিং মোড়ে দুইটি মালবাহী পরিত্যক্ত রেলের বগিতে আগুনের খবর পাওয়া গেছে। সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে। অন্যদিকে ময়লার স্তূপে আগুনের খবর পেয়ে আগ্রাবাদ থেকে দুটি ইউনিট যায়। আগুন কিভাবে লেগেছে সেটা জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত আটটায় নগরের ওয়াসা এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।

তিনি জানান, জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে রাত সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

;

নরসিংদীর এক সংগ্রামী নারী আনোয়ারা খানম ডলি

ছবি: বার্তা২৪.কম

আজ জাতীয় নারী দিবস। এদেশে অনেক নারী রয়েছেন যারা স্ব-মহিমায় আত্মকর্মী হয়ে বীরত্বের পরিচয় দিয়ে সমাজের চোখে হয়েছেন সংগ্রামী নারী। তাদের খবর আমরা কজনইবা রাখি। তারা পায়না কোনো রাষ্ট্রীয় সম্মাননা, আর না পেলেও হাল ছাড়েন না তারা। এরকমই একজন সংগ্রামী নারী নরসিংদীর পলাশ উপজেলার আনোয়ারা খানম ডলি। যিনি এক জোড়া কোয়েল পাখি দিয়ে আজ লাখো পাখির মালিক।

পলাশ উপজেলার পলাশের চর গ্রামে তার বসবাস। স্বামী দিদার আলম ছিলেন একজন পল্লী চিকিৎসক। তিনিও আজ প্রায় ৬ বছর হয় দুনিয়া ছেড়ে চলে গেছেন।

ভোরে ঘুম থেকে উঠেই খামারের দেখাশোনা, পাখির খাবার, পানি, ঔষধ, রোগ নির্ণয়, দেশের বিভিন্ন অঞ্চলের খামারিদের সাথে মোবাইলে সমস্যার সমাধান, পাখি, ডিম ও বাচ্চার অর্ডার নেওয়া। প্রতিদিন এসকলই করতে হয় আনোয়ারা খানম ডলিকে। তবে কারখানা থেকে খাবার আনা ও পাখি সরবরাহসহ কিছু কিছু কাজে সহায়তা করে থাকেন তার ছেলে ও কয়েকজন কর্মী।

২০০২ সালে ছেলের জন্য কৌতুহলবশত বাবার বাড়ি থেকে একজোড়া কোয়েল পাখি সংগ্রহ করেন আনোয়ারা খানম ডলি। পাখি দুটির লালন পালনের মাধ্যমে ডিম পাওয়ার আনন্দ থেকেই শুরু হয় তার কোয়েল পাখির খামার করা। শুরু হয় জীবন সংগ্রাম। বাড়ির একটি পরিত্যক্ত ঘরেই শুরু হয় খামারটি। এভাবে কোয়েল পাখি পালন নিয়ে শুরু হয় ডলি খানমের সংগ্রাম। কোয়েল পাখির বাচ্চা সারা দেশে সরবরাহ করছেন তিনি। শুধু তাই নয়, এর আয়ের অংশ দিয়ে এক ছেলেকে বিএসসি ইঞ্জিনিয়ার পড়িয়েছেন স্বামীহারা এই নারী। আরেক ছেলেকে পড়াচ্ছেন। কয়েক কোটি টাকা ব্যয় করে তৈরি করেছেন দুটি বহুতল বাড়ি। কিনেছেন ডজন খানেক বাচ্চা তৈরির মেশিন, জেনারেটর ও বেশ কিছু জায়গা জমি।

হৃদয় কোয়েল হ্যাচারির মালিক আনোয়ারা থানম ডলি জানান, বিয়ের পর থেকেই তিনি তার জীবনকে সংগ্রামের পথে পরিচালিত করা শুরু করেন। তার দাবি সরকারের পক্ষ থেকে সম্মননা দিলে কাজের উৎসাহ-প্রেরণা বাড়বে আর না দিলেও কোন আপত্তি নেই।

আনোয়ারা থানম ডলির ছেলে মেহেদী হাসান হৃদয় জানান, ছোটবেলা থেকেই দেখে আসছেন পাখিদের পিছনে তার মা খুবই পরিশ্রম করে আসছে। সন্তানের মতো লালন-পালন করে বড় করে তুলছে পাখিদের। পাখি বিক্রির আয় দিয়ে তাদের দুই ভাইয়ের লেখাপড়ার খরচ যোগাতেন মা। গত ছয় বছর আগে বাবা মারা গেলে পুরো খামারটি পরিচালনায় মাকে সাহায্য করে আসছেন তিনি।

নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের নরসিংদী জেলা শাখার সাবেক সভানেত্রী কামরুন নেছা বলেন, তৃণমূল থেকে সংগ্রামী নারীদের উঠিয়ে এনে যদি সম্মাননা দেওয়া হয় তবে নতুনরা উৎসাহী হওয়ার পাশাপাশি দেশ সমৃদ্ধি হবে।

মহিলা বিষয়ক অধিদফতরের নরসিংদীর উপপরিচালক সেলিনা আক্তার জানান, মহিলা বিষয়ক অধিদফতর মূলত মহিলাদের নিয়েই কাজ করে থাকে। তাই এই নারীকেও আগামী দিনে সম্মাননা দেওয়া যায় কিনা বিষয়টি দেখা হবে। সম্মাননা দিলে নারীরা কাজে উৎসাহ পায় বলেও জানান তিনি।

নারীদের শুধুমাত্র নারী দিবসে স্মরণ নয়। প্রত্যন্ত অঞ্চলের সংগ্রামী নারীদের খোঁজে বের করে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ আশা করেন সচেতন মহল।

;

বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

ছবি: বার্তা২৪.কম

সরকারের বেঁধে দেওয়া নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে রাজধানীর মিরপুরে কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, বেঁধে দেওয়া নতুন দামে বিক্রি করা হচ্ছে ডিজেল, পেট্রোল ও অকটেন।

এর আগে, দুপুরে জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১০৮.২৫ পয়সা। পেট্রোল ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা এবং অকটেন ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা নির্ধারণ করা হয়।

সনি সিনেমা হলের বিপরীতে স্যাম ফিলিং স্টেশনে কথা হয় বাসচালক হোসেন মিয়ার সঙ্গে। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমার খবরে আমরা খুশি। এর আগেও অকটেন ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা করছিলো। এখন আবার ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা করেছে। এতে সাধারণ মানুষের ওপর কিছুটা হলেও চাপ কমবে বলে মনে করেন তিনি।

মোটরসাইকেল চালক হাসিব বলেন, তেলের দাম কমাতে খুশি হয়েছি। রমজানের আর কয়েকদিন বাকি। এমন সময় দাম কমানোর সিদ্ধান্তে পণ্য পরিবহন খরচ কিছুটা হলেও কমবে বলে আশা তার। আর পরিবহন খরচ কমলে জিনিসের দামও কমবে।

পেট্রোল পাম্প স্যাম ফিলিং স্টেশনের ম্যানেজার আমজাদ হোসেন বলেন, সকালে বিভিন্ন পত্রিকায় দেখেছিলাম ১৫ টাকা করে দাম কমবে। কিন্তু বিকেলে দেখলাম ডিজেল ৭৫ পয়সা, পেট্রোল ৩ ও অকটেনের দাম ৪ টাকা কমেছে।

তার ধারণা যে পরিমাণে তেলের দাম কমেছে এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে না। এতে বাস মালিকদের কিছুটা লাভ হবে। এছাড়া কিছু না। তবে লিটারে যদি দশ থেকে পনেরো টাকা কমতো তাহলে কিছুটা প্রভাব বাজারে পরতো।

সর্বশেষ ২০২২ সালের ৩০ আগস্ট জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। ওইদিন প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, পেট্রোল ১৩০ থেকে কমিয়ে ১২৫ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

আর নজিরবিহীন দাম বাড়ানো হয় ২০২২ সালের ৫ আগস্ট রাতে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা আদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৩৪ টাকা এবং পেট্রল ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা লিটার, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

ওই দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া বেড়েছিল সর্বোচ্চ ২২ শতাংশ। তারপূর্বে ২০২১ সালের নভেম্বর প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় করা হয়। ওই সময়েও পরিবহন ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *