‘নতুন বলে আমাকে দিয়ে উদাহরণ তৈরি করা হয়েছে’
ডেস্ক রিপোর্ট: ‘নতুন বলে আমাকে দিয়ে উদাহরণ তৈরি করা হয়েছে’
গত বছরই বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন জুড বেলিংহ্যাম। দুর্দান্ত পারফর্ম করে রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ২০ বছর বয়সী এই ইংলিশ তরুণ। প্রায় নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। তবে এবার মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে তাকে। রেফারির সাথে তর্কে জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বেলিংহ্যাম। যা কোনোভাবেই মানতে পারছেন না এই তরুণ। নতুন বলেই তাকে নিষিদ্ধ করে ‘উদাহরণ’ তৈরি করা হয়েছে বলে, রেফারির দিকে আঙুল তুলেছেন এই রিয়াল ফুটবলার।
ঘটনা গত শনিবার লা লিগার ম্যাচে। যেখানে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখতে হয়েছিল বেলিংহ্যামকে। যার জন্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বেলিংহ্যাম। খেলতে পারবেন না লা লিগায় রিয়ালের পরবর্তী দুটি ম্যাচ সেল্টা ভিগো ও ওসাসুনার বিপক্ষে। যা নিয়েই এবার ক্ষোভ ঝেড়েছেন বেলিংহ্যাম।
নিষেধাজ্ঞার ব্যাপারটি ‘হ্যাসকর’ বলে বেলিংহ্যাম সোজা জানিয়ে দেন, ‘যেহেতু আমি লিগে নতুন, কাজেই তারা আমাকে একটি ‘উদাহরণ’ তৈরি করতে চেয়েছে।’
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে সমতার সেই ম্যাচে লাল কার্ড দেখা নিয়ে বেলিংহ্যাম আরও বলেন, ‘এটা নিয়ে কথা বলা কঠিন, কারণ এই সিদ্ধান্তের ব্যাপারে আপিল চলছে। তবে আমি শুধু বলতে পারি বাঁশি বাজানোর সিদ্ধান্ত রেফারির। তার সাথে তেমন কিছুই ঘটেনি। সে মানুষ, আমিও তাই। আমি আপত্তিকর কিছু বলিনি। আমার মনে হয়, আমি নতুন তাই তারা আমাকে একটি উদাহরণ তৈরি করতে চায়। আমি খেলতে না পারলে দুটি ম্যাচ হবে কিছুটা হাস্যকর। তবে যদি আমাকে এই দুটি ম্যাচ মিস করতে হয় তবে আমি স্ট্যান্ড থেকে দলকে সমর্থন করব।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।