খেলার খবর

মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের লড়াকু পুঁজি

ডেস্ক রিপোর্ট: ধর্মশালায় বিশ্বকাপের ম্যাচে ভারতকে ২৭৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। কিউদের হয়ে সর্বোচ্চ ১৩৫ রান করেছেন ব্যাটার ডেরিল মিচেল। 

টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরু থেকেই ভারতীয় পেসাররা পাচ্ছিলেন সুইং। এমনকি ভারতের হয়ে শার্দুল ঠাকুরের বদলি খেলতে নামা মোহাম্মদ শামিও এদিন বল করেছেন বেশ দুর্দান্তভাবেই। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড, মোহাম্মদ সিরাজের বলে আউট হন ওপেনার ডেভন কনওয়ে। এরপর দলের হাল ধরেন দুই ব্যাটার ডেরিল মিচেল এবং রচীন রবীন্দ্র। তাদের ১৫৯ রানের জুটিতে বড় স্কোরের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু বিধি বাম, দলীয় ১৭৮ রানে রবীন্দ্র (৭৫) রানে আউট হলে রানের গতি মন্থর হয়ে পড়ে নিউজিল্যান্ডের। বাকি ব্যাটাররা ছিলেন  আশা যাওয়ার মিছিলে। তবে উইকেটের আরেক প্রান্ত ধরে রেখেছিলেন কিউই ব্যাটার মিচেল মার্শ, হাঁকান সেঞ্চুরি। খেলেন ১২৭ বলে ১৩০ রানের এক অনবদ্য ইনিংস। যার সুবাদে ২৭৩ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। 

ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি।  

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *