বিনোদন

নারী দিবসে জাজের বিশেষ সিনেমার ঘোষণা

ডেস্ক রিপোর্টঃ বিশ্ব নারী দিবস একটি আন্তর্জাতিক উৎসবের দিন। নারীদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করাসহ, নারী জাগরণ এবং অধিকার আদায়ে কাজ করা হয় ৮ মার্চ। বিভিন্ন ক্ষেত্র নিজেদের মতো করে বিশেষ করে তোলার করে আজকের দিনটিকে। পিছিয়ে নেই বিনোদন অঙ্গনও।
জাজ মাল্টিমিডিয়া দেশের অন্যতম সেরা প্রযোজনা সংস্থা। নারী দিবস উপলক্ষ্যে তারা একটি বিশেষ সিনেমার ঘোষণা দেন। জাজ মাল্টিমিডিয়ার প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানান,
‘জাজ যখন নিজে প্রডাকশন করে, তখন তার গল্প গুলি মূলত নারী কেন্দ্রিক হয় । যেমন – অগ্নি, অনেক সাধের ময়না, তবু ভালবাসি, ভালোবাসা আজকাল, ভালোবাসার রং সহ অনেক সিনেমা । গত ঈদে দুইটা সিনেমা মুক্তি দিয়েছি, জীন ও পাপ – দুইটাই নারী কেন্দ্রিক সিনেমা ।
আজ নারী দিবস উপলক্ষে একটি নারী ভিক্তিক সিনেমার ঘোষণা দিচ্ছি ।
সিনেমার নামঃ লজ্জা
শুটিং শুরুঃ ২৫শে এপ্রিল, ২০২৪
শুটিং শেষঃ ২৪ শে মে, ২০২৪
এর সিনেমাতে কোন নায়ক নেই । নায়ক বলেন ভিলেন বলেন সবই নারী ।
কাস্টিং ??? কাস্টিং এ আছে বিশাল এক চমক । এমনই চমক, যা চিন্তার বাহিরে । উনার সাথে আজ জাজের চুক্তি হলো ।
শুটিং শুরুর আগে এক জমকালো মহরতের মাধ্যমে – আমরা পরিচালক, শিল্পী ও কলা কুশলীর সাথে পরিচয় করিয়ে দিবো।’
তার এই পোস্টের পরই ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে শুরু করে। তার পোস্টে কোনো অভিনয় শিল্পীর উল্লেখ নেই। গল্পের কোনো আভাস না থাকলেও, সিনেমাটি যে নারীকেন্দ্রিক হবে তা নিশ্চিত। রহস্যময় এই প্রোজেক্টের সিনেমা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মনে আশা জেগে উঠেছে। তাছাড়া পরিচালকের প্রতিশ্রুতিতে বিশেষ চমকের জন্য অপেক্ষা করছেন সকলে

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *