আন্তর্জাতিক

রাফাহ-তে আবাসিক টাওয়ারে ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ-তে শনিবার (৯ মার্চ) বৃহত্তম আবাসিক টাওয়ারগুলোর একটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইসরায়েল গাজার এই শেষ অঞ্চলে হামলা বাড়াচ্ছে, যেখানে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

রয়টার্স জানিয়েছে, মিশর সীমান্ত থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত ১২তলা ভবনটি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা বলেছেন, ওই হামলায় কোনও হতাহতের খবর না থাকলেও কয়েক ডজন পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

ওই হামলার বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি ইসরায়েলের সামরিক বাহিনী।

টাওয়ারের একজন বাসিন্দা রয়টার্সকে বলেছেন, তাদের রাতে ভবনটি থেকে সরে যাওয়ার জন্য মাত্র ৩০ মিনিটের সময় দিয়েছিল ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনের ক্ষমতাসীন ফাতাহ পার্টির রাফাহভিত্তিক এক কর্মকর্তা বলেছেন, ‘ওই টাওয়ারে হামলা ওই অঞ্চলে আসন্ন ইসরায়েলি আক্রমণের আভাস দিচ্ছে।’

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ‘উত্তর আল শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে তিন ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।’

কিদরা বলেন, ‘হাসপাতালটিতে ১০ দিনে একই কারণে মারা যাওয়া ফিলিস্তিনিদের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।’

রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক বলেছেন, ‘এই নৃশংস যুদ্ধটি মানবতার অনুভূতিকে ভেঙে দিয়েছে।’

গাজায় তাদের অভিযানের সংক্ষিপ্তসারে একটি বিবৃতিতে শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা হামাদ, মধ্য গাজা, বেইত হানুন এবং খান ইউনিস থেকে ৩০ জনের বেশি হামাস যোদ্ধাকে গ্রেপ্তার করেছে এবং ৩০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *