খেলার খবর

তামিমের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে যা বললেন পাপন

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ সময় ধরে জাতীয় দলে নেই তামিম ইকবাল। গত বছর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সবশেষ দেখা গিয়েছিল তাকে। এরপর তার বিশ্বকাপ দলের অংশ হওয়া নিয়ে জলঘোলা হয়েছে অনেক। শেষ পর্যন্ত বিশ্বকাপ দলের অংশই হননি। সদ্য সমাপ্ত বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা এনে দিয়েছেন তামিম, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তাই বিপিএল শুরু হতেই আবার জাতীয় দলে ফেরা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

আজ (শনিবার) মিরপুরে বিসিবির বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে আসতেই তামিমকে নিয়ে একগাদা প্রশ্নের মুখোমুখি হতে হল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। তামিমকে আবার কবে জাতীয় দলে দেখা যেতে পারে এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘তামিমের সঙ্গে যোগাযোগ হয়েছিল। বিপিএলের পরপরই বসার কথা ছিল, কিন্তু ও দেশের বাইরে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে।’

তামিমের সঙ্গে কোচ হাথুরুসিংহের দ্বন্দ্বের খবর সংবাদমাধ্যমে বহুবার আলোচিত হয়েছে। তাই তামিমের দলে ফেরার ক্ষেত্রে কোচের সঙ্গে বিসিবির বোঝাপড়ার প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নে অকপট বিসিবি সভাপতি, ‘তামিম যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। এর জন্য আবার কোচকে জিজ্ঞেস করার কী আছে!’

এ সময় তামিমের সঙ্গে সাম্প্রতিক সময়ে নিজের যোগাযোগের দূরত্বের কথা সামনে এনে পাপন বলেন, ‘তামিম হঠাৎ সিরিজের মাঝখানে যে খেলা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিল, ওইটা যে কেন করেছিল সেটাই এখনো জানি না। আগে এটা জানা দরকার।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *