বিনোদন

ঈদে প্রেক্ষাগৃহে কেমন চলছে ৫ সিনেমা?

ডেস্ক রিপোর্টঃ বর্তমানে ঢাকাই সিনেমা ঈদকেন্দ্রিক হওয়ায় দুই ঈদে সিনেমা মুক্তি নিয়ে একটা প্রতিযোগিতা লেগে থাকে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর। সেই ধারাবাহিকতায় এবারেএ ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সর্বমোট পাঁচটি সিনেমা।

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক ১২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। যেগুলো হচ্ছে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘আগন্তুক’।

এরমধ্যে সর্বোচ্চ হল পেয়েছে শাকিবের ‘তুফান’। সিনেমাটি ১২৩ হলে মুক্তি পেয়েছে। রিভেঞ্জ’ সিনেমাটি দেশের ১৫টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ১২ টি প্রেক্ষাগৃহে। আগন্তুক’ সিনেমাটি মোট ৫টি হলে মুক্তি পেয়েছে। ময়ূরাক্ষী সিনেমাটি দুইটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

তুফান

ঈদুল আজহার অন্যতম সিনেমা ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি প্রথম থেকেই আলোচনার শীর্ষে রয়েছে ৷ যার প্রধান কারণ শাকিব খান। ‘তুফান’ সিনেমায় শাকিবের প্রথম লুক পোস্টার প্রকাশের পরই ভক্তরা নড়েচড়ে বসেছিলেন।‘তুফানে’র টিকিট না পেয়ে মধুমিতা হলে ভাঙচুর।নির্মাতা থেকে জানা যায়, ৪৭টি পুরো হাউজফুল। এছাড়াও সিলেটে নন্দিতা হলে বন্যার মধ্যেও দর্শক ছবি দেখছেন এবং শো হাইউফুল।২০ বছরের সব রেকর্ড ব্রেক করে ‘তুফান’ সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭ শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি দু-চারদিনের মধ্যে শো সংখ্যা কতো পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এক্ষেত্রে ‘তুফান’ দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে।

রিভেঞ্জ

শবনম বুবলি ও রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি দেশের ১৫টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। এমডি ইকবাল পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ আরও অনেকে।সিনেপ্লেক্স গুলো জানা যায় বুবলির সিনেমা যেহেতু তাই বেশ অনেকে দর্শক টিকিট নিচ্ছে। তবে তুফান সিনেমার দেখা দর্শক আগ্রহীরা অনেক বেশি।

ময়ূরাক্ষী

রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দীপ। সিনেমাটি দুইটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে দেখা যাচ্ছে ছবিটি।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি, নাদিম ভুঁইয়া।

আগন্তুক

পূজা চেরি অভিনীত ‘আগন্তুক’ সিনেমাটি মোট ৫টি হলে মুক্তি পেয়েছে। সুমন ধর পরিচালিত সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সেই দেখা যাবে। পূজা চেরি ও শ্যামল মাওলা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, আনোয়া শাহী, শাহেদ আলী সুজন। এর ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

ডার্ক ওয়ার্ল্ড

ঈদুল আজহায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। দেশের ১২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড়দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডনসহ অনেকেই।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *