খেলার খবর

শেষ ১০ ওভারে জয়ের জন্য বাংলাদেশের চাই ১৩০ রান 

ডেস্ক রিপোর্ট: লক্ষ্যটা ১৯৭ রানের। রান খরার এই বিশ্বকাপে এমন লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝোড়ো গতিতে রান তোলার নেই বিকল্প। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসে চড়ে শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম ওভারে লিটন ফেরার পর কমতে শুরু করে রানের গতি। পিচে সময় নিয়ে সেই রানের গতি বাড়াতে দ্বিতীয় উইকেটের জুটিতে এগোতে থাকেন তামিম ও শান্ত। তবে দশম ওভারে সাজঘরের রাস্তা মাপেন তামিমও। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে প্রয়োজন ১৩০ রান। 

ভারতীয় পেসারদের শুরুতে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন তামিম ও লিটন। তবে ওভার তিনেক পরই হাত খুলে খেলতে থাকেন দুজনেই। সেখানেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। আগের বলে ছক্কা মারার পর দলীয় ৩৫ রানের মাথায় ফেরেন লিটন। এটি চলতি আসরে বাংলাদেশের ওপেনিং জুটির সর্বোচ্চ সংগ্রহ। 

শুরুর সেই চাপ সামলে অধিনায়ক শান্তকে নিয়ে থিতু হওয়ার দিকেই এগোচ্ছিলেন তামিম। তবে ইনিংস মাঝে দলীয় ৬৬ রানের মাথায় ফেরেন কুলদীপ যাদবের বলে, লেগ বিফোরের ফাঁদে। ৩১ বলে তামিমের ব্যাট থেকে আসে ২৯ রান। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তোলে ভারত। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *