খেলার খবর

কলম্বিয়া ফুটবল সভাপতি আটক

ডেস্ক রিপোর্ট: কোপা আমেরিকার ফাইনালের পর আরও এক দুঃসংবাদ শুনল কলম্বিয়া। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরোন ও তার ছেলে হামিলকে আটক করেছে মায়ামি পুলিশ। 

স্টেডিয়ামে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন তারা, জানাচ্ছে মায়ামি পুলিশ। ঠিক একই অভিযোগে ম্যাচের আগে আরও ২৫ জনকে আটক করেছে তারা।

ইতোমধ্যেই মামলা হয়ে গেছে রামোন ও হামিলের নামে। মাঠে ঢোকার পথে দুজন মারামারিতে জড়িয়েছিলেন। সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। নিরাপত্তা রামোন ও তার ছেলেকে আটকে দিয়েছিলেন। তখনই হাতাহাতি বেধে যায়। 

রামোন এক নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেন। তার ছেলে হামিল সেই নিরাপত্তাকর্মীকে দেন একাধিক ঘুষি। তাদের দুজনকে আটক করে পুলিশ। মামলার বিবরণে বেরিয়ে এসেছে এই তথ্য। 

গতকাল কোপা আমেরিকার ফাইনালে দর্শকরা টিকিট ছাড়া ঢুকতে চেয়েছেন মাঠে। এরই ফলে এই দুর্ভোগের সৃষ্টি হয়। যে কারণে আর্জেন্টিনা-কলম্বিয়ার এই ম্যাচও নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়। আয়োজক কনমেবল ইতোমধ্যেই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *