খেলার খবর

আর্জেন্টিনা স্কোয়াডে মেসি নেই, ফিরলেন দিবালা

ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি ইনজুরির কারণে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আসছে সেপ্টেম্বরের ম্যাচগুলোয় থাকতে পারছেন না। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচের স্কোয়াডে তিনি নেই। সোমবার ঘোষিত দলে পাওলো দিবালাকে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিল। সে ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে মেসি আর তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারেননি।

রোমার ফরোয়ার্ড দিবালা ২০২৩ সালের মার্চ থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারেননি। ৩৮ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন এই ফরোয়ার্ড এবার অবশেষে সুযোগ পেলেন স্কোয়াডে। 

আর্জেন্টিনা বর্তমানে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে আছে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। ১০ দলের এই লড়াইয়ে টেবিলের শীর্ষ ছয় দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আর্জেন্টিনা ৬ সেপ্টেম্বর চিলিকে আতিথ্য দেবে। তার চার দিন পর কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা স্কোয়াড–
গোলরক্ষক- এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি, ওয়ালতার বেনিতেজ।
ডিফেন্ডার- গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, নিকলাস অতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার- গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এজকিয়েল ফের্নান্দেজ, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড- আলেহান্দ্রো গারনাচো, নিকলাস গনজালেজ, লাওতারো মার্তিনেজ, ভালেন্তিন কারবনি, হুলিয়ান আলভারেজ, গুলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কাস্তেইয়ানোস, মাতিয়াস সুলে, পাউলো দিবালা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *