খেলার খবর

খেলা চলাকালে কারও রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়: ক্রীড়া উপদেষ্টা 

ডেস্ক রিপোর্ট: ক্রিকেট খেলা চলাকালীন রাজনীতিতে এসে সবার আগে আলোচনায় এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেই সূত্র ধরে সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন সাকিব আল হাসানও। তবে দু’জনেই রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন ক্রিকেট থেকে অবসরের আগেই। মাশরাফি দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে থাকলেও সাকিব এখনো নিয়মিত মাঠের খেলায়। এমন কিছুতেই একাধিকবার সমালোচনায় পড়তে হয়েছে মাশরাফি-সাকিবদের। সেই সূত্র এবার টানলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি মাশরাফি-সাকিবের নাম উল্লেখ না করলেও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘অবসর নিয়ে যে কেউ রাজনীতিতে যোগ দিতেই পারেন। তবে খেলা চলাকালে এমনটা উচিত নয় বলেই আমি মনে করি। কারণ সেখানে স্বার্থের সংঘাত এবং পেশাদারিত্বের অভাব থাকতে পারে।’ 

এতে স্বাভাবিকভাবে সামনে হয়তো এমন বিষয় নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি খেলোয়াড়ি জীবনে ক্রিকেটাররা যেন রাজনীতিতে না জড়াতে পারেন, সে বিষয়ে সুপারিশ করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। 

এদিকে ক্রিকেটাররা মাঠের বাইরে কী করতে পারবেন এবং কী করতে পারবেন না এ নিয়েও একটি নীতিমালা দাঁড় করানোর আহ্বান জানিয়েছন ক্রীড়া উপদেষ্টা। ‘ক্রিকেটাররা কী করতে পারেন এবং কী পারেন না তার একটা নির্দেশিকা থাকা উচিত। কিছু ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে জুয়া ব্যবসার অভিযোগ রয়েছে, হয়তো কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধেও আছে। তাই আমি মনে করি এসব বিষয়ে একটা গাইডলাইন থাকা উচিত। বিসিবি সেটি ঠিক করতে পারে।’ 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *