সারাদেশ

সাতক্ষীরায় বিএনপি নেতার গণসংবর্ধনায় যুবদল নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে মাদ্রাসার টাকা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম

১২:৪১ এএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ৩ রবিউল আউয়াল ১৪৪৬

ছবি: বার্তা২৪.কম

সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি মাদ্রাসার ফান্ডের টাকা নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ ২০ জনসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রায়বাঙ্গালী গ্রামে এ সংঘর্ষ হয়।

ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়া (৩৬), সুমন মিয়া (৩২), আব্দুল আউয়াল (৪০), রঞ্জু মিয়া (৩৮), আলমগীর (২৫), মুজিবুর রহমান (৬০), ফাররদীন মিয়া (২৫), সাবেল মিয়া (২৫), সাহাবুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৪২), রোজিনা বেগম (৪০), রাবেয়া বেগমকে (৪৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দিরাই উপজেলা ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের সরকারি দাখিল মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালিক। সভাপতি পদ বিলুপ্তর পর মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া, তছর মিয়া ও সুফি মিয়ার লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে শনিবার সমকাল ১১টার দিকে মাদ্রাসায় বৈঠকে বসে উভয়পক্ষ। বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক রায়হান মিয়া জানান, আহত অনেকেরই শরীরে ছররা গুলি রয়েছে। গুরুতর আহত ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মারামারির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *