আন্তর্জাতিক

৭৫ বছর পর চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

ডেস্ক রিপোর্ট: ১৯৪৯ সালের পর এবার চীনের সাংহাই শহরে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সাংহাইয়ের পূর্বে লিংগং নিউ সিটির উপকূলীয় এলাকায় সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় টাইফুনটি আঘাত হানে। ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে এই টাইফুন শহরের ওপর দিয়ে বয়ে গেছে।

গ্লোবাল টাইমসের বরাত দিয়ে আরো উল্লেখ করেছে, ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া’র পর শহরে আঘাতা হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হলো এবারের ‘বেবিনকা’।

এই ঝড়ের কারণে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ফ্লাইট ও ট্রেন পরিষেবা বাতিলসহ হাইওয়ে রাস্তাও বন্ধ করে দিয়েছে দেশটি প্রশাসন।

এছাড়া, সাংহাইয়ের ২৫ মিলিয়ন বাসিন্দাকে ঝড়ের আগমনের আগে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইয়াংজি নদীর মোহনায় অবস্থিত চংমিং এলাকার প্রায় ৯০০০ লোককে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *