আন্তর্জাতিক

সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: সংস্কার শেষে বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৫ বছর দেশে মাফিয়া শাসন চালু করেছে। এই মাফিয়া চক্র দেশকে ভঙ্গুর করে দিয়েছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া জঞ্জাল এখনো পরিষ্কার হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। তাই সকলে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের আড়াই কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাবে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার শেষ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে না পারলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। সেই ধারাবাহিকতায় বিএনপি দলীয় রাজনীতি সংস্কারের জন্য ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করা হয়েছে।

এসময় জ্ঞানভিত্তিক রাষ্ট্র তৈরি করতে নিজেকে তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *