আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওপর চাপ বাড়াতে মস্কোতে হুথি প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট: মস্কোতে এক বিরল সফরের সময় গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আলোচনা করেছে হুথিদের একটি প্রতিনিধি দল। হুথিদের এক মুখপাত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

হুথি প্রতিনিধিদলের প্রধান হুথি মুখপাত্র মোহাম্মদ আবদেল সালাম এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে সাক্ষাত করেছেন তারা।

ইসরায়েলকে গাজায় যুদ্ধ শেষ করার জন্য চাপ প্রয়োগের লক্ষ্যে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা লোহিত সাগর পাড়ি দেওয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করেছে। এতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বিশ্ববাণিজ্য হুমকির মুখে পড়েছে।

জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর প্রতিশোধমূলক ধারাবাহিক হামলা শুরু করেছে।

পাশাপাশি ওয়াশিংটন এই গোষ্ঠীটিকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসাবে পুনঃনির্ধারণ করেছে।

আবদেল সালাম বলেছেন, বোগদানভের সঙ্গে বৈঠকে হুথিদের ওপর মার্কিন ও ব্রিটিশ হামলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

এ সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের সঙ্গে আলোচনার সময় মার্কিন ও ব্রিটিশ হামলার কঠোর নিন্দা করে বলেছে, ‘তাদের এই হামলা আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *