খেলার খবর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেনিয়ার কলিন্স ওবুয়া

ডেস্ক রিপোর্ট:  

৯০-এর দশকের ক্রিকেট বোদ্ধাদের ২০০৩ বিশ্বকাপের এক অঘটন অনেকেরই জানা। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় কেনিয়া এবং পৌঁছে যায় আসরে সেমি-ফাইনালে। সেই ম্যাচে কেনিয়ার জয়ের নায়ক ছিলেন কলিন্স ওবুয়া। তৎকালের লঙ্কান দলে ছিলেন সময়ের সেরা মহেলা জয়াবর্ধনে, অরবিন্দ ডি সিলভা, কুমার সাঙ্গাকারার মতো তারকা। তাদের একা হাতে ফিরিয়ে দলকে নাটকীয় জয় এনে দিয়েছিলেন ওবুয়া। ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার স্মরণীয় সেই ম্যাচ জয়ের নায়ক ২০২৪ এ এসে বিদায় জানালেন ক্রিকেটে। ব্যাটে-বলে তার ক্যারিয়ারটা দীর্ঘ হলো ২৩ বছরের।   

গত শনিবার আফ্রিকা গেমসের তৃতীয় স্থানের প্লে-অফের ম্যাচে উগান্ডার বিপক্ষে ১০৬ রানে হারে কেনিয়া। সেই ম্যাচের পরই ক্রিকেটকে বিদায় বলেন ওবুয়া। বিদায়ী বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ২৩ বছর খেলার পর ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। কেনিয়ার হয়ে খেলাটা অনেক বড় সম্মানের।’

শেষ ইনিংসটা সেভাবে মনে রাখার মতো কিছু করতে পারলেন না ওবুয়া। ফিরেছেন শূন্য রান করে। 

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *