আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধবিরতি দেবে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট: গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন চার ঘণ্টার যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। বিষয়টি সাংবাদিকদের নিশ্চত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি। তিনি জানান, গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে যেতে সাধারণ মানুষকে এই সুযোগ দেওয়া হবে। প্রতিদিন তিন ঘণ্টা আগেই এই বিরতির সময় জানানো হবে বলেও জানান তিনি।

কিরবি বলেন, “ইসরায়েল আমাদেরকে জানিয়েছে যে ওই এলাকাগুলোতে চার ঘণ্টার বিরতির সময়ে কোনো সামরিক অভিযান চলবে না। এই প্রক্রিয়া আজই শুরু হচ্ছে।”

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এর আগে গাজায় মানবিক ত্রাণকাজ এবং অধিবাসীদের সরিয়ে নেওয়ার জন্য স্থানীয়ভাবে বিরতি দিতে রাজি থাকলেও যুদ্ধবিরতি করতে রাজি হয়নি। এবারও তারা ‘কোনো যুদ্ধবিরতি হবে না’ বলে স্পষ্ট করেই স্মরণ করিয়ে দিয়েছে।

তবে দৈনিক চার ঘণ্টা লড়াইয়ে বিরতি দেওয়ার যে সিদ্ধান্ত ইসরায়েল নিয়েছে তাকে ‘প্রথম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ’ বলেই অভিহিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি।

তিনি বলেন, “আমরা অবশ্যই যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই প্রক্রিয়া চলমান থাকতে দেখতে চাই।”

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *