বিনোদন

মা দিবসে মাতৃত্ব নিয়ে মনীষার দুঃসহ স্মৃতি

ডেস্ক রিপোর্টঃ ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। মাত্র দুই বছর পরই ভেঙে যায় সেই সংসার। সেই ভাঙনের মধ্যে মহাপ্রলয় হয়ে আসে ঘাতক ক্যানসার!

২০১২ সালে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হন মনীষা। মরণঘাতী এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা খুব কম। সেই সৌভাগ্যবানদের একজন মনীষা। দুই বছরের চিকিৎসায় জীবনে নতুন সুযোগ পান তিনি। কিন্তু সেই ক্যানসার তার কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছে মা হওয়ার সামর্থ্য। গতকাল বিশ্ব মা দিবসেই সেই দুঃসহ স্মৃতির কথা সামনে আনেন এই নায়িকা।

মনীষা কৈরালা / ছবি : ইন্সটাগ্রাম

যদিও বিষয়টি নিয়ে এখন আর আক্ষেপ নেই মনীষার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জীবনে কিছু অপূর্ণতা আছে। আসলে বড় হতে হতে আমরা অনেক বাস্তবতা মেনে নিই। এমন অনেক স্বপ্ন আছে, যেগুলো পূরণ হবে না জানি এবং সেটা মেনে নিয়েই সুখ খুঁজে নিতে হবে। মাতৃত্ব সেরকমই একটা স্বপ্ন। ক্যানসারে আক্রান্ত হওয়া এবং মাতৃত্বের সক্ষমতা হারিয়ে ফেলা আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু মনকে বুঝিয়ে নিয়েছি আমি। নিজেকে বুঝিয়েছি, যা হবার হয়েছে; এখন বরং নিজের যা আছে, তা নিয়েই জীবন সাজানো শ্রেয়।’

‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’ সিরিজে দুর্দান্ত অভিনয় করেছেন মনীষা

মনীষা আরও বলেন, ‘আমি দত্তক নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু পরে দেখলাম, আমি খুব দ্রুত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে যাই, অনেক চাপ অনুভব করি। এসব দিক বিবেচনা করে দত্তক নেওয়ার চিন্তা বাদ দিয়েছি। আমার বৃদ্ধ বাবা-মা আছেন, তাদের চোখের মণি আমি। তাদের কাছে আমিই গোটা পৃথিবী। এখন তাই প্রায়ই কাঠমাণ্ডু চলে যাই, তাদের সঙ্গে সময় কাটাই এবং এটা আমার ভীষণ ভালো লাগে।’

মনীষা এখন সঞ্জয়লীলা বানসালি পরিচালিত নেটফ্লিক্সের সিরিজ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

‘হীরামান্ডি’তে মনীষা ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারি, শারমিন সেহগাল, সানজিদা শেখ, ফারদিনসহ বেশকিছু তারকা

তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *