খেলার খবর

বুমরাহকে নিয়ে রোহিতকে যা জিজ্ঞেস করতে চান কপিল দেব

ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ের সেরা পেসারদের একজন ভারতের জাসপ্রিত বুমরাহ। নিজের দিনে একাই দলকে জেতাতে পারেন তিনি। অথচ সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বুমরাহকে দিয়ে ইনিংস শুরু করছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুমরাহ বোলিংয়ে আসছেন দলের তৃতীয় কিংবা চতুর্থ বোলার হিসেবে। কখনো কখনো পাওয়ার প্লেতে বোলিংয়েই দেখা যাচ্ছে না তাকে। আর করলেও শেষ দিকে আসছেন বোলিংয়ে। সাধারণত নতুন বলে ইনিংস শুরু করছেন মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং।

এমনটা সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও করেছেন রোহিত শর্মা। এরপর আইপিএল হয়ে এখন দেখা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেরিতে বল করতে আসছেন বুমরাহ। যা নিয়েই প্রশ্ন জেগেছে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের মনে। রোহিতের কাছে বুমরাহকে এত পরে বোলিংয়ে আনার কারণ জানতে চান তিনি।

বুমরাহর পরে বোলিং নিয়ে রোহিতকে প্রশ্ন করবেন জানিয়ে কপিল দেব বলেন, ‘পরের বার আমি অধিনায়ককে এই প্রশ্নটি করব। কারণ তাদের চিন্তাভাবনা সম্পর্কে আমাকে জানতে হবে। আমরা হয়তো বাইরে থেকে অনুমান করতে পারি তবে আমি যত ক্রিকেট খেলেছি বা দেখেছি, তাতে বলব তার প্রথম ওভার করা উচিত। সে উইকেট শিকারি বোলার। আপনি যদি তাকে দ্বিতীয় বা তৃতীয় পরিবর্তন হিসেবে বোলিংয়ে আনেন যা পঞ্চম ও ষষ্ঠ ওভারে। তাহলে ততক্ষণে খেলাটি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে।’

কপিল দেব আরও বলেন, ‘প্রথম থেকেই ইতিবাচক মানসিকতা থাকা ভালো। এটা টেস্ট ম্যাচ নয়। এটা টি-টোয়েন্টি। আপনি যত দ্রুত উইকেট নিতে পারবেন, প্রতিপক্ষের ওপর চাপ তত বেশি হবে। তাই বুমরাহ যদি বোলিং ওপেন করেন এবং দুই ওভারের স্পেলে দুই-একটি উইকেট তুলে নেন, তাহলে অন্য দল সবসময় লড়াই করবে। আর যা কিনা বাকি বোলারদের জীবন সহজ করে দেবে। তবে হ্যাঁ কখনও কখনও হয়তো বুমরাহকেও মার খেতে হবে তবে ইতিবাচক মানসিকতার নিয়ে পরিকল্পনা করা উচিত।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *