খেলার খবর

এমবাপেকে ‘খোঁচা’ দিলেন মেসি

ডেস্ক রিপোর্ট: শুক্রবার থেকে পর্দা উঠছে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ আসরের। জার্মানিতে হওয়া এই আসরে এবার অংশ নিচ্ছে মোট ২৪টি দল। যার মধ্যে আসরের অন্যতম ফেভারিট ২০২২ বিশ্বকাপ ফাইনাল খেলা ফ্রান্স। গত বিশ্বকাপে ফাইনালে হারের দুঃখ এবার ইউরো জিতে ভুলতে চান কিলিয়ান এমবাপেরা।

অবশ্য এমবাপের কাছে বিশ্বকাপের চেয়ে বেশি মূল্যবান ইউরো। যা কদিন আগেই জোর গলায় জানিয়েছেন তিনি। জানিয়েছেন, ইউরো জেতা বিশ্বকাপ জয়ের চেয়ে কঠিন। তবে ইউরোকে বিশ্বকাপের চেয়ে এগিয়ে রাখা সহ্য করতে পারেননি আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এমবাপের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি।

এমবাপের বিশ্বকাপের চেয়ে ইউরোকে এগিয়ে রাখা নিয়ে ইএসপিএনে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এমবাপে বলেছে ইউরো বিশ্বকাপের চেয়ে কঠিন? দক্ষিণ আমেরিকার দলগুলো ইউরোপীয় দলগুলোর মতো প্রতিযোগিতা নেই বলেই সে হয়তো বলেছে। কারণ সবাই নিজেদের খেলাকে প্রাধান্য দেয়।’

মেসি আরও বলেন, ‘ইউরো কাপ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রতিযোগিতা তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা; পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ছাড়াই হয়…। অথচ, অনেক বিশ্ব চ্যাম্পিয়নদের ছাড়াই ইউরো কাপকে সবচেয়ে কঠিন বলা হচ্ছে, তাই না?’

ইউরোর সঙ্গে বিশ্বকাপের তুলনা করে মেসি বলেন, ‘বিশ্বকাপে সেরা দলগুলো থাকে, সাধারণত সব বিশ্বচ্যাম্পিয়নরাও সেখানে থাকে। সেই জন্যেই সবাই বিশ্বচ্যাম্পিয়ন হতে চায়।’

অবশ্য এমবাপে ইউরোকে বিশ্বকাপের চেয়ে এগিয়ে রাখতেই পারেন। কেননা, এই সময়ে একবার বিশ্বকাপ জেতা এবং একবার এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও কখনোই যে ইউরো জেতা হয়নি তার। তার দল ফ্রান্স সবশেষ ইউরো জিতেছিল সেই ২০০০ সালে। এবার তাই ইউরোর ক্ষুধাটা মেটাতে চান এমবাপে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *