আন্তর্জাতিক

বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জবি শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁটালতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার, জিরো পয়েন্টে পুলিশি বাধার সম্মুখীন হয়। তবে সকল বাধা অতিক্রম রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছে আন্দোলনকারীরা।

মিছিলে আন্দোলনকারীরা ‘তুমি কে আমি কে/ রাজাকার রাজাকার; চেয়েছিলাম অধিকার/ হয়ে গেলাম রাজাকার; কে বলেছে কে বলেছে/ সরকার সরকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন করা হলে কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে? তার এই বক্তব্যের জেরেই বিক্ষোভে ফুসছে ছাত্রসমাজ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *