সারাদেশ

চট্টগ্রামে চলছে তেলবাহী ট্রেন, নিরাপত্তায় বিজিবি

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে চলছে তেলবাহী ট্রেন, নিরাপত্তায় বিজিবি

চট্টগ্রামে চলছে তেলবাহী ট্রেন, নিরাপত্তায় বিজিবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি কারণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় ও সাড়ে ৬টায় দুটি তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে।

চট্টগ্রাম ৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি চট্টগ্রামের দায়িত্বে চট্টগ্রাম রেল স্টেশন হতে থেকে চারটি তেলবাহী ট্রেন সিলেট, ঢাকা, হাটহাজারী এবং দোহাজারি এলাকায় সকাল হতে চলাচল করবে। প্রতিটি ট্রেনে এক প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্বে থাকবে।

ইতিমধ্যে সকাল সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া ১৬টি তেলবাহী বগিসহ আরো একটি ট্রেন সকাল সাড়ে ৬টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।

সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাবে।

‘কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে দেয়া বিবৃতি বিকৃতি করা হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যে বিবৃতি দিয়েছি তা বিকৃ্তি করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শুক্রবার (২৬ জুলাই) সকালে রাজধানীর রামপুরায় অবস্থিত বিটিভি ভবন কার্যালয় পরিদর্শনে তিনি এ মন্তব্য করেন।

বিটিভি ভবনের ধ্বংসযজ্ঞ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   শেখ হাসিনা বলেন, রামপুরায় ধ্বংসের সাথে জড়িতরা আনাচে-কানাচে ছড়িয়ে আছে, সেইসব হামলাকারীদের খুঁজে বের করতে জনগণকেই সহযোগিতা করতে হবে।

দেশের সম্পদ নষ্ট করতে একটি মহল চক্রান্ত করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল বিদেশে অপপ্রচার চালাচ্ছে।

এসময় তিনি সহিংসতার ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে দেশবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।    

;

বিটিভি ভবনের ধ্বংসযজ্ঞ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) সকালে তিনি ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন।

গত ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে টিভি সেন্টারের ভেতরের রিসিপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

;

চলমান পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : ভারত

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলমান পরিস্থিতিকে ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছে ভারত। খুব দ্রুতই এর সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘ভারত মনে করে, বাংলাদেশে চলমান পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা আশাবাদী যে, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।’

ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

জয়সওয়াল বলেন, ‘ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের সাহায্য করায় বাংলাদেশের প্রচেষ্টার আমরা গভীর প্রশংসা করি।’

এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকে তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘(পশ্চিমবঙ্গের) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, তার সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু তার বক্তব্য কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।’

সূত্র: ইউএনবি

;

ঢাকাসহ কোন জেলায় কখন কারফিউ শিথিল

ছবি: নূর এ আলম/বার্তা২৪.কম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে নিরাপত্তা রক্ষায় গত শুক্রবার থেকে কারফিউ জারি করে সরকার। যা এখনও দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শুক্রবার ও শনিবার ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করা হবে।

শুক্র-শনিবারও থাকবে কারফিউ এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, রাজশাহীতে শুক্রবার (২৬ জুলাই) চলমান কারফিউ বহাল থাকবে। তবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

চট্টগ্রামেও আজ ১২ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এর তথ্যমতে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

খুলনায় আজ ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের তথ্য মতে, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ মুক্ত থাকবে খুলনা।

লক্ষ্মীপুরে আজ ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানিয়েছেন, জেলায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

নোয়াখালীতে কারফিউ বলবৎ থাকলেও দিনভর তা শিথিল করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান জানান, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

ভোলায় কারফিউ শিথিলের সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল থাকবে।

একই অবস্থা নড়াইলে। জেলায় শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *