সারাদেশ

নরসিংদী কারাগার পরিদর্শনে যাচ্ছেন মন্ত্রণালয়ের তদন্ত দল

ডেস্ক রিপোর্ট: নরসিংদী কারাগার পরিদর্শনে যাচ্ছেন মন্ত্রণালয়ের তদন্ত দল

ছবি: সংগৃহীত

নরসিংদীর ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শনে যাচ্ছেন জাতীয়ভাবে গঠিত তদন্ত দল। রোববার (২৮ জুলাই) সকাল দশটায় নরসিংদী কারাগার পরিদর্শন করবেন তারা। তদন্ত দলের প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ন সচিব ড. ফারুক আহম্মদ।

শনিবার (২৭ জুলাই) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

তদন্ত দলে অন্যরা হলেন, কারা অধিদপ্তরের প্রতিনিধি, নরসিংদী জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশের স্পশাল ব্রাঞ্চের প্রতিনিধি, নরসিংদী পুলিশ সুপারের প্রতিনিধি ও তদন্ত দলের সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ সচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা। 

এই তদন্ত দল ১৯ জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ করে বন্দি, অস্ত্র ও গুলি ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্ত করবেন। এছাড়া ঘটনার কারণ উৎঘাটন, কারাগারে আক্রমনে দোষী ব্যক্তিদের দায় দায়িত্ব নির্ধারণ করে তদন্ত সম্পন্ন করে দশ কর্ম দিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর জমা দেবেন।

উল্লেখ্য, সারাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে নরসিংদীর কয়েকটি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এই হামলার অংশ হিসেবে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে। ফলে পালিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮২৬ বন্দি, লুট হয় ৮৫টি অস্ত্র।  এর পর থেকে জেলখানা বন্দি শূন্য হয়ে পরে।

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ সম্পাদক তৌহিদুর

ছবি- বার্তা২৪.কম

প্রেস ক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান পুননির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক।

এর আগে উৎসব মূখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৬ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটি তথ্যমতে, সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদ হাসান টুকুন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারাজী আহমেদ সাঈদ পেয়েছেন ২২ ভোট। সহ সভাপতি দুটি পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪৬ ভোট ও শেখ দিনু আহমেদ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকট প্রতিদ্বন্দ্বী শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ ৩৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আহসান কবীর পেয়েছেন ৩৮ ভোট। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে আব্দুর কাদের ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য ৬টি পদে বিজয়ীরা হলেন, শহিদ জয় ৬১ ভোট, হাবিবুর রহমান মিলন ৫৫ ভোট, সফিক সায়ীদ ৫২ ভোট, সাইফুর রহমান সাইফ ৪৯ ভোট, শিকদার খালিদ ৪৬ ভোট, আব্দুল ওয়াহাব মুকুল ৪৫ ভোট।

এর আগে ঐতিহ্যবাহী প্রেস ক্লাব যশোরের নির্বাচন উপলক্ষে সকাল থেকে সাংবাদিকদের মিলমেলায় ক্লাব চত্বরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ক্লাবেরর সদস্য ছাড়াও ভোট উৎসবে অংশ নেয় পুলিশের শীর্ষ কর্মকর্তারা, রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। দিনভর খাওয়া দাওয়া আড্ডায় অন্যরূপ নেয় ক্লাব চত্বরে।

প্রসঙ্গত, প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিলো গেল বছরের ৩০ নভেম্বর। কিন্তু  প্রেসক্লাবের ভোটাধিকারের বিষয়ে সাবেক একজন সদস্য আদালতে চ্যালেঞ্জ করলে নির্বাচনট ভোটের ১৪ ঘণ্টা আগে ভোটগ্রহন স্থগিত করেন বিচারক।

;

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার

নিহত শিক্ষার্থী আবু সাঈদ

কোটা সংস্কারের আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন।

বর্তমানে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম।

শুক্রবার (২৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেয় আবু সাঈদের পরিবার। বর্তমানে তার পরিবার রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন। শুধু আবু সাঈদের পরিবার নয়, কোটা আন্দোলনে নিহত সকলের পরিবার রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।

;

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮

ছবি: এডিস মশা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আরও দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৩ জন।

শনিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২০ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট চার হাজার ৯১০ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ৬১.০ শতাংশ পুরুষ এবং ৩৯.০ শতাংশ মহিলা রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

;

কারফিউ শিথিলে নতুন সময়সূচিতে চলছে আদালত

ছবি: সংগৃহীত

কারফিউ শিথিল থাকায় দেশের সকল আদালত নতুন সময়সূচিতে চলছে। কারফিউ শিথিল থাকা সাপেক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে স্থানীয় প্রসাশনের সাথে সমন্বয় করে এ সময়সূচি নির্ধারন করছে আদালত।

নতুন সময়সূচি অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১টা এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলছে।

তবে দেশের নিম্ন আদালত কারফিউ শিথিল থাকা সাপেক্ষে জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিলয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের সঙ্গে যৌথ সমন্বয় করে আদালত ও অফিসের সময় নির্ধারণ করছে।

বুধবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট পুশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আদালতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে আপিল বা হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত বন্ধ থাকবে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *