সারাদেশ

ঢাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ঢাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে কারফিউ বিষয়ে সাংবাদিকদের জানান তিনি।

কারফিউ শিথিল করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন, যাকে কারফিউ বলা হয়, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি।’ তিনি বলেন, ‘ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় রোববার, সোমবার ও মঙ্গলবার কারফিউ শিথিল থাকবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। খুব শিগগিরই চেষ্টা করব কারফিউ আরও শিথিল করার জন্য।’

বাকি জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে তাঁদের নিজ নিজ জেলায় কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের কয়েকটি ঘটনা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে পুলিশ সন্দেহে এক ব্যক্তিকে পেটানোর পর মৃত ভেবে চলে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এখন সে মৃত্যুর সঙ্গে লড়াই লড়ছে।’ পুলিশকে হত্যা করে রশি দিয়ে ঝুলিয়ে রাখার একটি স্থিরচিত্রও দেখান তিনি। এ ছাড়া হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা ১২ পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, র‍্যাব হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরও কোটার নামে এই বর্বরতা কেন, এটাই জাতির কাছে জিজ্ঞাসা। এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই যাঁরা আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাদের থেকে আন্দোলন ভিন্ন খাতে (ডাইভার্ট) যারা নিয়ে গেছেন, সবাইকে এই দায়িত্ব নিতে হবে।

রোববার চালু হতে পারে মোবাইল ইন্টারনেট

চালু হতে পারে মোবাইল ইন্টারনেট

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার (২৮ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে আজকালের মধ্যে মোবাইল ইন্টারনেট চালুর ঘোষণা আসতে পারে।

এর আগে গত ২৪ জুলাই প্রতিমন্ত্রী বলেন, রবি অথবা সোমবারের মধ্যে মোবাইলে ফোরজি ইন্টারনেট চালু হতে পারে। গত শনিবারও তিনি একই কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের ডাকভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অ্যামটবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট হলে রোববার বা সোমবারের মধ্যে মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে।

পলক বলেন, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি খাতের ক্ষতি প্রায় এক হাজার কোটি টাকা। শুধু টেলিকম খাতেই ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডাক বিভাগের ১৭টি জায়গায় হামলা হয়েছে দাবি করে তিনি বলেন, আন্দোলনকে ঘিরে এক লাখ নতুন সিম রাজধানীতে ঢুকেছে। পলক বলেন, ১৮ থেকে ২০ জুলাইয়ের মোবাইল অপারেটরদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে ৫০ হাজার থেকে এক লাখ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরিস্থিতির আরও অবনতি হলে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়।
পরে ব্রডব্যান্ড ইন্টারনেট ফিরলেও মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে। সেইসঙ্গে বন্ধ রয়েছে ফেসুবকসহ কয়েকটি যোগাযোগ মাধ্যম। তবে ব্যবহারকারীরা ভিপিএনের মাধ্যমে বিকল্প পন্থায় এসব সামাজিক মাধ্যম ব্যহার করছেন।

;

রংপুর বিভাগের ৮ জেলায় কারফিউ শিথিল ১৬ ঘণ্টা

ছবি: বার্তা২৪.কম

রংপুর বিভাগের আট জেলায় রোববার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিন সকাল ৬টার আগ পর্যন্ত এবং রাত ১০টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

শনিবার (২৭ জুলাই) রাতে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অন্যান্য দিনের মতো রোববারও সেনাবাহিনীর সঙ্গে বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে।

এর আগে রংপুরে শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল রাখা হয়। ফলে সকাল থেকেই নগরীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী-বিতানসহ অন্যান্য প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালিত হয়।

ট্রেন চলাচল বন্ধ থাকলেও জেলার কয়েকটি রুটে আন্তঃজেলা বাস চলাচলের পাশাপাশি রংপুর থেকে ঢাকাগামী বাস ছেড়ে গেছে। পণ্যবাহী ট্রাক চলাচলও স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো জেলায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর মহানগরসহ জেলায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। কারফিউ শুরুর পর থেকে রংপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দ্রুতই সব কিছু স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার।

;

দক্ষিণ সিটি এলাকার ক্ষয়ক্ষতি স্থানীয় সরকার মন্ত্রীকে দেখাবেন মেয়র

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হওয়া রাজধানীর দক্ষিণ সিটি এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ স্থানীয় সরকার মন্ত্রীকে ঘুরিয়ে দেখাবেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নাশকতাকারীদের সাম্প্রতিক সহিংসতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত স্থাপনা ও সম্পদগুলো পরিদর্শন করবেন।

তিনি আরো জানান, স্থানীয় সরকার মন্ত্রীকে মেয়র এসব ঘুরিয়ে দেখাবেন। বিকেল সাড়ে ৩টায় ডেমরা রোডে ভস্মীভূত হানিফ উড়াল সেতুর শুল্কঘর (টোল প্লাজা) পরিদর্শন করবেন তারা। বিকেল ৩টা ৪৫ মিনিটে ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ক্ষতিগ্রস্ত কার্যালয় (মৃধাবাড়ি) পরিদর্শনে অংশ নেবেন। বিকেল ৪টায় চট্টগ্রাম রোডে ভস্মীভূত হানিফ উড়াল সেতুর ক্ষতিগ্রস্ত শুল্কঘর এবং তৎসংলগ্ন সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলরের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করবেন। বিকেল ৪টা ১৫ মিনিটে ধলপুরের যান্ত্রিক বিভাগে (গোলাপবাগ মাঠের কোণায়, ধলপুর বাজার সংলগ্ন) ভস্মীভূত তিনটি ডাম্প ট্রাকসহ ক্ষতিগ্রস্ত উপকরণ পরিদর্শন শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

;

দক্ষিণ সিটি এলাকার ক্ষয়ক্ষতি স্থানীয় সরকার মন্ত্রীকে দেখাবেন মেয়র

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হওয়া রাজধানীর দক্ষিণ সিটি এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ স্থানীয় সরকার মন্ত্রীকে ঘুরিয়ে দেখাবেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নাশকতাকারীদের সাম্প্রতিক সহিংসতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত স্থাপনা ও সম্পদগুলো পরিদর্শন করবেন।

তিনি আরো জানান, স্থানীয় সরকার মন্ত্রীকে মেয়র এসব ঘুরিয়ে দেখাবেন। বিকেল সাড়ে ৩টায় ডেমরা রোডে ভস্মীভূত হানিফ উড়াল সেতুর শুল্কঘর (টোল প্লাজা) পরিদর্শন করবেন তারা। বিকেল ৩টা ৪৫ মিনিটে ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ক্ষতিগ্রস্ত কার্যালয় (মৃধাবাড়ি) পরিদর্শনে অংশ নেবেন। বিকেল ৪টায় চট্টগ্রাম রোডে ভস্মীভূত হানিফ উড়াল সেতুর ক্ষতিগ্রস্ত শুল্কঘর এবং তৎসংলগ্ন সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলরের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করবেন। বিকেল ৪টা ১৫ মিনিটে ধলপুরের যান্ত্রিক বিভাগে (গোলাপবাগ মাঠের কোণায়, ধলপুর বাজার সংলগ্ন) ভস্মীভূত তিনটি ডাম্প ট্রাকসহ ক্ষতিগ্রস্ত উপকরণ পরিদর্শন শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *