সারাদেশ

ইসিকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত: রিজভী

ডেস্ক রিপোর্ট: ফ্যাসিবাদ হাসিনা থাকলে বন্যার্তদের কাছে ত্রাণ যেতো না: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর

০৬:০৪ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৪ | ২১ ভাদ্র ১৪৩১ | ২৯ সফর ১৪৪৬

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের হাত অনেক লম্বা। সরকার যা করতে পারবে, আমরা তা করতে পারবো না। আজকে যদি ফ্যাসিবাদ হাসিনা থাকতো, ত্রাণ বন্যার্তদের কাছে যেতো না। অতীতে যেভাবে লুণ্ঠন হয়েছে, ডাকাতি হয়েছে, দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। ঠিক তাই হতো। কিন্তু এখন দেশে একটি অন্তবর্তীকালীন সরকার রয়েছে। এ সরকার ইচ্ছে করলে আপনাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে পারে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বোর্ড স্কুল) সামনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যার্তদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে অতিথিরা বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস, আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আন্দোলনের পর থেকে আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করে যাচ্ছি। আগামী দিনে এ বৃহত্তর নোয়াখালী, তথা আমাদের এ লক্ষ্মীপুরেও আপনি ব্যাপকভাবে আমাদের বানভাসি মানুষের পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবেন- এ আহ্বান করি।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে ও খালেদা জিয়ার পরামর্শে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। এ বন্যার পানি বৃষ্টির নয়। এটি ঢলের পানি। ভারত দেড় থেকে দুই কিলোমিটার বাঁধ কেটে দেওয়ায় প্রথমে ফেনীর মুহুরি নদীতে প্রবাহিত হয়েছে। পানির স্রোতে ফেনী সর্বপ্রথম ভেসে যায়। এরপর নোয়াখালী ও লক্ষ্মীপুর হয়ে সেই পানি প্রবাহিত হয়েছে মেঘনা নদীতে। লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল এখন পানিতে ডুবে আছে। পানি সম্পূর্ণ নেমে যায়নি। পানি নেমে যাওয়ার মধ্য দিয়েই এখানকার মানুষ দীর্ঘদিন কঠিন অবস্থার মধ্যে থাকবে। পঁচা-গলা, রোগ-জীবাণু আমাদেরকে ভীষণ পীড়া দেবে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ কেন্দ্রীয় ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *