আন্তর্জাতিক

আগস্টে বিশ্ব বাজারে কমেছে খাদ্যপণ্যের দাম: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট: সদ্য সমাপ্ত আগস্টে বিশ্ব খাদ্য মূল্য সূচকে কিছু পণ্যের দাম কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, জুলাই মাসে খাদ্য পণ্যের মূল্য সূচক ছিল ১২১ পয়েন্ট, সেখান থেকে আগস্টে এসে দাঁড়িয়েছে ১২০ দশমিক ৭ পয়েন্টে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্যে উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, চিনি, মাংস এবং খাদ্যশস্যের দাম কমলেও দুগ্ধ ও উদ্ভিজ্জ তেলের দাম কিছুটা বেড়েছে। 

সংস্থাটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই পরিবর্তন হয়েছে। গত তিন বছরের মধ্যে এই হার চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বনিম্ন পর্যায়ে ছিল। এর আগে ২০২২ সালের মার্চ মাসে খাদ্য পণ্যের দাম সর্বোচ্চ সূচকে পৌঁছেছিল।

আগস্টের মূল্য সূচক এক বছর আগের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম এবং ২০২২ সালের মার্চের সর্বোচ্চ থেকে ২৪ দশমিক ৭ শতাংশ কম।

পৃথক এক প্রতিবেদনে এফএও জানানো হয়, বিশ্বব্যাপী শস্য উৎপাদনের পূর্বাভাস ২ দশমিক ৮ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২ দশমিক ৮৫১ বিলিয়ন টনে নামানো হয়েছে। যা আগের বছরের উৎপাদনের সমান।

মূলত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো এবং ইউক্রেনে মোটা শস্যের উৎপাদনের সম্ভাবনা কমেছে।

২০২৪-২০২৫ অর্থবছরে বিশ্ব খাদ্যশস্য ব্যবহারের পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ের তুলনায় ৪ দশমিক ৭ মিলিয়ন টন কমে ২ দশমিক ৮৫২ বিলিয়ন টন হয়েছে, যা ২০২৩-২০২৪ থেকে শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালে মৌসুম শেষে বৈশ্বিক শস্য মজুদের পূর্বাভাস ৪.৫ মিলিয়ন টন কমিয়ে ৮৯০ মিলিয়ন টন করা হয়েছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *