খেলার খবর

আত্মবিশ্বাসী, তবু ভারতকে নিয়ে সতর্ক হাথুরু

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেস্ট ইতিহাসের অনেক বড় বড় অর্জন এসেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাত ধরে। তিনি দুই দফায় কোচের কাজ করেছেন, দুই দফাতেই তিনি টেস্টে সফলতা এনে দিয়েছেন বাংলাদেশকে। সবশেষ পাকিস্তান সফরে এল এ সাফল্য। এবার তিনি জানালেন, ভারতের বিপক্ষেও ভালো ছন্দটা ধরে রাখতে চেষ্টা করবে বাংলাদেশ।

তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজটা আমাদের অনেক আত্মবিশ্বাস দিচ্ছে। তবে ওই সিরিজের ফলাফল নয়, যেভাবে আমরা খেলেছি, বিশেষ কিছু পরিস্থিতি সামাল দিয়েছি, সেটা আত্মবিশ্বাস দিচ্ছে। আমরা দুই ম্যাচেই পিছিয়ে পড়েছিলাম। আমরা যেভাবে এরপর ম্যাচে ফিরে এলাম, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন খেলোয়াড় এসে হাল ধরেছে। এই সিরিজে আমাদের বিশ্বাসটা বেড়ে গেছে অনেক। আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ দল।’

কেন পরিপূর্ণ দল, সেটাও পরিষ্কার জানিয়ে দিলেন কোচ হাথুরু। তিনি বলেন, ‘আমাদের বেশ ভালো কিছু ফাস্ট বোলার আছে। আমাদের স্পিন আক্রমণ বেশ অভিজ্ঞ। আর এরপর ব্যাটিং, আমাদের ব্যাটিংয়ের গভীরতা আছে বেশ, কারণ দুটো, এক আমাদের দুই স্পিনার আছেন যারা প্রকৃত ব্যাটার যাদের টেস্ট সেঞ্চুরি আছে আর আমাদের উইকেট কিপাররাও আমাদের মূল ব্যাটার। তো এই সিরিজে আমাদের দলটা বেশ ভালো। এটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে যে আমরা এবার এই সিরিজে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারব।’

পরিপূর্ণ দল, সেরা ছন্দে থাকা দল নিয়েও যে ভারতের বিপক্ষে বাংলাদেশই আন্ডারডগ, সেটা মনে করিয়ে দিতে ভোলেননি কোচ হাথুরু। তার কথা, ‘চাপ হচ্ছে একটা সম্মানের মতো বিষয়। মানে হচ্ছে, এটা আমাদের আরও বেশি বিশ্বাসী করে তোলে, কোনো একটা লক্ষ্যের পেছনে ছুটতে অনুপ্রেরণা দেয়। তবে এরপরই আমাদেরকে বুঝতে হবে আমাদের অবস্থানটা কোথায়, আমাদের শক্তি আর দুর্বলতা কোথায়, আমরা সেটা ভালোভাবেই বুঝি। তবে আমরা খেলছি বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে, এটাও আমাদের বেশ অনুপ্রেরণা যোগাচ্ছে। ভারতে আসা, তাদের বিপক্ষে খেলাটা এখনকার দিনে বেশ চ্যালেঞ্জের বিষয়। তো সেরাদের বিপক্ষে খেলার বিষয়টা মাথায় রাখলেই নিজেদের অবস্থানটা পরিষ্কার হয়ে যায়।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *