খেলার খবর

ধারাভাষ্যে তামিম ইকবালের ‘অভিষেক’

ডেস্ক রিপোর্ট: তামিম ইকবাল অনেক দিন হলো জাতীয় দলে নেই। তবে এবারের ভারত সফরে তিনি না থেকেও আছেন। ভারত-বাংলাদেশের এই সিরিজে তিনি ধারাভাষ্য দিচ্ছেন, এটা জানাই ছিল। আজ হলো তার ‘অভিষেক’।

ধারাভাষ্যে তামিম ইকবালের অভিষেক আগেই হয়েছে। তবে সেটা অতিথি ধারাভাষ্যকার হিসেবে। ২০২৩ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে তিনি এক সেশনের কিছু অংশে ধারাভাষ্যে ছিলেন। তারও আগে ২০২২ বিপিএলে ধারাভাষ্য দিয়েছিলেন তিনি।

তবে পুরোদস্তুর ধারভাষ্যকার হিসেবে এবারই প্রথম কোনো সিরিজে থাকছেন তামিম। আরও একটা প্রথমের সঙ্গে পরিচয় হয়ে যাচ্ছে সাবেক বাংলাদেশ অধিনায়কের। দেশের বাইরে এবারই প্রথম ধারাভাষ্য দিচ্ছেন তিনি। 

টসের পর তামিম স্টার স্পোর্টসের বিশ্লেষণী অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন পার্থিব পাটেল।

এরপর প্রথম সেশনের মাঝামাঝিতে তিনি হাজির হন ধারাভাষ্যকক্ষে। তখন তার সঙ্গে ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী, আরও ছিলেন কিংবদন্তি ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

তামিমের অন্য রকম অভিষেকের দিনে বাংলাদেশও হাসছে। পেসার হাসান মাহমুদের তোপের মুখে ১০০ পেরোনোর আগেই যে ভারত খুইয়ে বসেছে ৪ উইকেট!

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *