সারাদেশ

বাইডেন-মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলে বিক্ষোভ: সেনাবাহিনীর সাবেক প্রধান আটক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম

০২:২৩ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ছবি: সংগৃহীত

রাজধানী তেল আবিবসহ সারা ইসরায়েল জুড়ে লাখো মানুষ প্রতিবাদী বিক্ষোভে শামিল হয়েছেন।

বিক্ষোভ চলার সময় ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর সাবেক প্রধানকেও আটক করেছে দেশটির পুলিশ।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি, জিম্মি উদ্ধারে ব্যর্থতা এবং সেইসঙ্গে নতুন করে হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগে সরকারে বিরুদ্ধে লাখ লাখ মানুষ বিক্ষোভে শামিল হন।

রোববার (২২ সেপ্টেম্বর) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

খবরে বলা হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি, জিম্মি উদ্ধারে ব্যর্থতা এবং সেইসঙ্গে নতুন করে হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার প্রতিবাদে শনিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ সারাদেশ জুড়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন।

দ্য হোস্টেজ ফ্যামেলিজ ফোরামের পক্ষ থেকে এ প্রতিবাদী বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভে শামিল থাকায় সেনাবাহিনী আইডিএফের সাবেক চিফ অব স্টাফ ডান হালুটজকে আটক করে পুলিশ। পুলিশ তাকে হাত ও পা ধরে তুলে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘তোমাদের লজ্জা করে না’!

বিক্ষোভকারীরা জানিয়েছেন, আইডিএফ প্রধানকে জেরুজালেম থেকে আটক করেছে পুলিশ।

তারা সাংবাদিকদের জানান, সিসারিয়া এলাকায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনে থেকে সেনাবাহিনীর সাবেক প্রধানকে পুলিশ আটক করে নিয়ে যায়।

এর আগেও হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিতে ব্যর্থতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুইবার লাখ লাখ মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *