খেলার খবর

সাকিব কি বাদ পড়বেন?

ডেস্ক রিপোর্ট: এবারের ভারত সফরে এখন পর্যন্ত সাকিব আল হাসান বিবর্ণ। ব্যাট হাতে ভালো শুরু করেও তা বড় রানে রূপ দিতে পারেননি। বল হাতেও উইকেট পাননি।

সাকিবের উপস্থিতি মাঠে বেশ ম্লান। ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ছাড়ছেন, গ্রাউন্ড ফিল্ডিংয়ে মন্থর। আর বোলিংয়ে যখন প্রয়োজন, তখন তাকে আনা যাচ্ছে না আক্রমণে। সব মিলিয়ে তাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বেশ।

সে প্রশ্নটা আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে যেতে যেতে সাকিবের একাদশ থেকে বাদ পড়ার প্রশ্নে রূপ নিল। সে প্রশ্নটা শান্তর কাছে বাউন্সার হয়ে গিয়েছিল রীতিমতো। বাংলাদেশ অধিনায়ক তা ডাক করেছেন। বলেছেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্!’

‘ফলাফল নয়, প্রক্রিয়া’ এ মন্ত্রে বাংলাদেশের বিশ্বাস অনেক দিন ধরেই। সাকিবের জায়গা নিয়ে প্রশ্নেও ওই একই ঢঙে উত্তর দিলেন শান্ত। বললেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’

শুধু সাকিব নয়, পুরো দলই এই প্রক্রিয়ার আওতায় পড়ে, মনে করিয়ে দিয়েছেন শান্ত। বলেছেন, ‘অনেকে ভাবতে পারে, সাকিব ভাই দেখে আমি বলছি। তবে এ রকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই, সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি। এমন নয় যে রান করছে বা রান করছে না। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তার প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তাভাবনা কেমন, দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কি না। এই জিনিসগুলো দেখে আমি খুশি, দলে যে ১৫-১৬ জন ক্রিকেটার আছে, তাদের নিয়ে আমি খুশি।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *