চীনের নতুন অর্থমন্ত্রী ল্যান ফোয়ান
ডেস্ক রিপোর্ট: কেন্দ্রীয় সরকারের সামান্য অভিজ্ঞতাসম্পন্ন টেকনোক্র্যাট ল্যান ফোয়ানকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে চীন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার (২৪ অক্টোবর) জানিয়েছে, দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তার উদ্যোগ বাড়িয়েছে বেইজিং।
প্রসঙ্গত, ৬১ বছর বয়সি ল্যান ফোয়ান গত মাসে অর্থ মন্ত্রণালয়ে কমিউনিস্ট পার্টির প্রধান মনোনীত হন। তিনি লিউ কুনের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০১৮ সাল থেকে চীনের অর্থমন্ত্রী ছিলেন।
ল্যান এর আগে উত্তর চীনের শানসি প্রদেশের পার্টি প্রধান ছিলেন।
ল্যান ফোয়ান ১৯৮৫ সালে দক্ষিণ গুয়াংডং প্রদেশের ফিনান্স বিভাগে তার কর্মজীবন শুরু করেন। তিনি হুবেই ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক পাস করার পর ২০১৬ সালে উপ-প্রাদেশিক প্রধান হন।
২০২২ সালের ডিসেম্বরে পার্টি প্রধান হওয়ার আগে তিনি প্রদেশের পার্টির উপ-প্রধান হিসাবে ২০২১ সালে শানসিতে স্থানান্তরিত হন।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।