আন্তর্জাতিক

পশ্চিমা-সমালোচনায় জর্ডানের রানি

ডেস্ক রিপোর্ট: চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনিদের ভোগান্তিতে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর অবিরাম বোমাবর্ষণে ফিলিস্তিনিদের হত্যায় নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় পশ্চিমাদের সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস-ইসরায়েল যুদ্ধে পশ্চিমাদের দ্বৈত নীতির এই সমালোচনা করেন তিনি।

সিএনএন বলছে, জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ ইসরায়েলে হামলার জন্য গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের নিন্দা জানাতে অস্বীকার করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের ভোগান্তিতে পশ্চিমাদের দ্বিমুখী নীতিকে দায়ী করেছেন তিনি।

জর্ডানের রানি বলেন, সংঘাতের শুরুর দিকে সিএনএনের ওয়েবসাইটে ইসরায়েলের কিব্বুৎজ শহরে শিশুদের হত্যা করা হয়েছে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। আপনি এই প্রতিবেদন পড়লে বুঝতে পারবেন শিশুদের হত্যার তথ্য স্বাধীনভাবে যাচাই-বাছাই করা হয়নি।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *