সারাদেশ

‘আমি ইনু, ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখব’

ডেস্ক রিপোর্ট: আমি হাসানুল হক ইনু, ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখব, বলে জানিয়েছেন জাসদ সভাপতি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘মনে রাখবেন আমি ইনু ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখব, আমি ইনু প্রত্যেকটি ভোট গুণে গুণে নেব’।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে মিরপুর উপজেলার আমলা-সদরপুরে নৌকার সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত নির্বাচনী সভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ‘আমি এমপি হিসেবে দুইটি কর্তব্য রয়েছে। একটি রাষ্ট্রীয় কর্তব্য, আরেকটি এখানকার কর্তব্য। তাই শেখ হাসিনার পাশে থেকে রাষ্ট্রকে বাঁচানোও আমার কর্তব্য।’

‘আমরা ঐক্য করেছি যাতে শেখ হাসিনা সামনে তাকিয়ে তরতর করে এগিয়ে যেতে পারে’ উল্লেখ করে মহাজোটের এই প্রার্থী আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছেন ভাই ইনু-মেনন আমার পাশে থাকেন। যাতে পেছন থেকে কেউ গুলি না মারে।’ বক্তব্যে এমন কথাও বলেন হাসানুল হক ইনু।

ইনু আরও বলেন, আরে ভাই যারা হুমকি দেয় তারা কেউ নেই, আমরা আছি। যারা বাহিনী চালাতো, মাস্তান পুষত তারা কেউ নেই, আমরা আছি। সুতরাং ৭ তারিখের নির্বাচনে আপনারা আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে যাবেন। মনে রাখবেন আমি ইনু ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখব, আমি ইনু প্রত্যেকটি ভোট গুণে গুণে নেব।’

এ সময় ইনু মিরপুর-ভেড়ামারাবাসীর কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা শান্তি চান নাকি অশান্তি। আপনারা মাস্তান চান নাকি ভালো মানুষ চান। আপনারা টেন্ডারবাজ গুন্ডা বাহিনী চান নাকি ভালো মানুষ চান। যদি ভালো মানুষ চান, সৎ মানুষ চান, উন্নয়ন চান, শান্তি চান তাহলে নৌকা মার্কায় একটি ভোট দেন।’

‘১৪ দলীয় জোটের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ দলগতভাবে আমার সঙ্গে ভোট করছে। সেই দলের দুয়েকজন নেতা বা কর্মী বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে ভোট করছেন। এটা দলীয় বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা জোটনেত্রী দলীয়ভাবে সমাধান করবেন বলেও জানান তিনি।’

সভায় বক্তব্য দেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল মালিথা, আতাহার আলী, জেলা পরিষদের সদস্য মহম্মদ আলী জোয়ার্দ্দার, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আশরাফুল ইসলামসহ আরও অনেকে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এই আসনে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে তিনজন আওয়ামী লীগের স্বতন্ত্র। এর মধ্যে ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল আরেফিন। স্থানীয় ভোটাররা মনে করছেন, নির্বাচনে ইনুর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কামারুল আরেফীনের।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *