সারাদেশ

সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ছবি: বার্তা২৪

রাজশাহীতে রক্তাক্ত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে শাহমখদুম থানা পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে নগরীর সিটি হাট সংলগ্ন একটি কলাবাগানের পার্শ্ববর্তী রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে। 

এর আগে রাত আনুমানিক ৮ টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নিহত যুবকের পরিচয় জানা যায় নি। হত্যার রহস্যও উন্মোচিত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই যুবকের রক্তাক্ত দেহ সড়কে পড়ে ছিল। পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট। গলায় জড়ানো ছিল কালো রঙের কাপড়। আশেপাশে প্রচুর রক্ত পড়ে ছিল। মরদেহের পাশেই রক্ত সংবলিত একটি জুতার পদচিহ্ন পাওয়া যায়। যেটিকে পুলিশ আলামত হিসেবে নিয়েছে।  

ওসি জানান, স্থানীয় এক যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডিকে জানায়। সবকিছু দেখে মনে হচ্ছে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তারা হত্যার আলামত সংগ্রহ করেছেন। মরদেহের পরিচয় জানা যায় নি। সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। এখন মরদেহের ময়নাতদন্ত করা হবে। আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সিলেটে এক পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজির যাত্রী এএসআই বোরহান উদ্দিন (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে মজমুদারী এয়ালাকায় ও আম্বরখানা পুলিশ ফাঁড়ি পাশেই এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

নিহত এএসআই আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের গোয়াইনাটের কান্দিগ্রাম।

বিষয়টি নিশ্চিত করেছেন আম্বরখানা ফাঁড়ি ইনচার্জ এস আই সাইদুর রহমান।

এ ঘটনায় সিএনজি চালক মো.ইউসুফ আহমদ (১৮) আটক করা হয়েছে। আটককৃত ইউসুফ আহমদ গোয়াইঘাটের ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বাণী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে আম্বরখানা থেকে নম্বরবিহীন সিএনজিতে উঠেন ওই পুলিশ সদস্য। আম্বরখানা ফাঁড়ির বিপরীত পাশে আসার পর সিএনজি নিয়ে ফাঁড়িতে প্রবেশের জন্য সড়ক পারাপার হতে বিপরীত দিকে আসা গাড়িকে সিগন্যাল দিতে গিয়ে মাথা বের করতেই পিকআপ সিএনজিকে ধাক্কা দেয়, এতে দুমড়েমুচড়ে যায় সিএনজি।

গুরুতর আহতাবস্থায় পুলিশ সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

বোরহান বিবাহিত জীবনে এক ছেলে সন্তানের জনক বলে জানায় পুলিশ। 

পুলিশ আরও জানায়, এই ঘটনার আগে দেশব্যাপী বিএনপি ও জামায়াত ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে তিনি আম্বরখানা ফাঁড়ি এলাকায় দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে আম্বরখানার ফাঁড়ির ইনচার্জ এস আই সাইদুর রহমান জানান, বোরহান মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এঘটনায় অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

;

রাজধানীর গাউসুল আজম মার্কেটে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন গাউসুল আজম মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর জানতে পেরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৯ অক্টোবর) রাত ৮টার পর মার্কেটের ১১ নম্বর গলির ১৬৪, ১৬৫ নম্বর দোকানে আগুনের এই ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, গাউছুল আজম মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আরও দুটি ইউনিট পাঠানো হলেও। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

দোকানটির কর্মচারী আরিফুল ইসলাম বলেন, হঠাৎ করেই লেজার মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ভেতরের ফোম থেকে এমনটি হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলেও জানান তিনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

;

সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশনে সাময়িকভাবে ব্যাহত হবে ইন্টারনেট

ছবি: সংগৃহীত

সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজে আগামী কয়েকদিন ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE 4) সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রম চলমান রয়েছে।

এই আপগ্রেডেশন কার্যক্রমের জন্য ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা থেকে পরদিন ৩১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা এবং আগামী ১ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে পরদিন ২ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা SEA-ME-WE 4 ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (SEA-ME-WE 5) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপগ্রেডেশন কার্যক্রমের কারণে উল্লিখিত সময়ে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। তবে আপগ্রেডেশন কাজ সম্পন্ন হলে বিএসসিপিএলসি’র ব্যান্ডউইডথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ উল্লেখ করে।

;

‘বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তি জো বাইডেনের উপদেষ্টা নয়’

ছবি: বার্তা২৪

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া জাহিদুল ইসলাম আরেফী । তিনি জো বাইডেনের উপদেষ্টা নয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন-অর-রশিদ।

রোববার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে গোয়েন্দা বিভাগের মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিবি প্রধান জানান, মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া এই মিথ্যা বিষয়টি স্বীকার করেছে। তিনি এখন আমাদের হেফাজতে রয়েছে।   

এর আগে দুপুরের দিকে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।

আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি বাংলাদেশি আমেরিকান, বসবাস করেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। মাঝেমধ্যেই তিনি দেশে আসেন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *